এখন পড়ছেন
হোম > জাতীয় > শুধু প্রচারেই খরচ ৪,৩০০ কোটি টাকা, বিস্ফোরক দাবি মোদী সরকারের বিরুদ্ধে

শুধু প্রচারেই খরচ ৪,৩০০ কোটি টাকা, বিস্ফোরক দাবি মোদী সরকারের বিরুদ্ধে


তিনি বলেন সরকারেরতহবিলে প্রয়োজনীয় অর্থের অভাবে সরকারের বহু দফতরে অনেক গুরুত্বপূর্ণ পদেই কর্মী নিয়োগ সম্ভব হচ্ছেনা। আর সেই তাঁরই দলের বিজ্ঞাপন এবং প্রচারের ৪,৩০০ কোটি টাকা খরচ হয়েছে।  মুম্বইয়ের আরটিআইকর্মী অনিল গলগলি করা মামলার সূত্রে প্রকাশ্যে এলো এই তথ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মোদি সরকারে অর্থ উপদেষ্টা তপন সূত্রধর আদালতকে জানিয়েছেন, ২০১৪-১৫ আর্থিক বর্ষে শুধু প্রচারকার্যেই ৯৫৩ কোটি টাকা খরচ হয়েছে। যার মধ্যে ৪২৪ কোটি টাকা খবরের কাগজের বিজ্ঞাপনে এবং ৪৪৮.‌৯৭ কোটি টাকা খরচ হয়েছে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনে। ২০১৫-১৬ অর্থবর্ষে সেই খরচের পরিমান আরো বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। জানা গেলো ২০১৭ এপ্রিল থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত  বিজ্ঞাপন আর প্রচারে ৯৫৫.‌৪৬ কোটি টাকা খরচ হয়েছে । সেই প্রধানমন্ত্রী কি না দেশের যুব সম্প্রদায়কে উপদেশ দিচ্ছেন সরকারি চাকরির জন্য বসে না থেকে চায়ের দোকান করার । আর কর্ম সংস্থান সৃষ্টির নামে সরকারী অনটনের বুলি আওড়াচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!