এখন পড়ছেন
হোম > রাজ্য > মৃত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির

মৃত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির


পঞ্চায়েতের ভোটের সময় পুরুলিয়া জেলার বিজেপির তপসিলি উপজাতির সাধারন সম্পাদক জগন্নাথ টুডু মারা যান। বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে তৃণমূলের দুস্কৃতরাই খুন করেছে জগন্নাথবাবুকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন বলরামপুরের আমটাঁড় গ্রামে জগন্নাথবাবুর বাড়িতে যান বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক ( সাংগঠনিক) সুব্রত চ্যাটার্জী, রাঢবঙ্গের পর্যবেক্ষক নির্মল কর্মকার ও জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এবং জেলার সাধারন সম্পাদক বিবেক রাঙ্গা প্রমুখ। সেখানে বিজেপির পক্ষ থেকে জগন্নাথ টুডুর স্ত্রী কমলী টুডুর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!