এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির ‘ভুল নীতির’ বিরুদ্ধে দলের মধ্যেই বড়সড় বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিজেপির ‘ভুল নীতির’ বিরুদ্ধে দলের মধ্যেই বড়সড় বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


বিজেপির ‘ভুল নীতির’ বিরুদ্ধে দলের মধ্যেই বড়সড় বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া ও মোদী বিরোধী বিজেপি নেতা যশবন্ত সিনহা প্রধানমন্ত্রীর নীতির বিরুদ্ধে আলাদা আলাদা পথে সরব হয়েছেন। জানা গেছে যশবন্ত সিনহা লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনাহার যোশী সহ সকল বিজেপি সাংসদকে এই বিরোধিতায় সামিল হতে আহ্বান জানিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ইতিমধ্যেই দলিত আইন লঘু করার প্রতিবাদ জানিয়েছেন বিজেপির পাঁচ সংসদ সহ একাধিক শরিক দলের নেতা। সেই ক্ষোভ উস্কে দিতে সক্রিয় হয়ে বিজেপির সকল সাংসদকে লেখা চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ হেনে যশবন্ত বলেছেন , ”২০০৪ সাল থেকে ইউপিএ সরকারের বিরুদ্ধে আমরা সংসদে ও সংসদের বাইরে যে লড়াই চালাই, রাজ্যে বসে কেউ-কেউ তার সুফল নেয়। প্রতিশ্রুতি ও দাবি সত্ত্বেও যুবকেরা চাকরি পাচ্ছেন না। ঋণ খেলাপিরা টাকা না চুকিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে।” কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনার কটাক্ষ করে যশবন্ত চিঠিতে বলেন, ”দেশে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংখ্যালঘুরা দল থেকে বিচ্ছিন্ন। দেশজুড়ে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষেরা অত্যাচারের শিকার হচ্ছেন।” এদিন মোদীর বিদেশ যাত্রার প্রসঙ্গ টেনে এনে প্রাক্তন সঙ্ঘ নেতা তোগাড়িয়া বলেন, ”দেশের মহিলারা যখন অত্যাচারের শিকার হচ্ছেন, তখন প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!