এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সঙ্গে কি সম্পর্ক ছেদ করতে চলেছেন নীতীশ কুমার, জল্পনা তুঙ্গে

বিজেপির সঙ্গে কি সম্পর্ক ছেদ করতে চলেছেন নীতীশ কুমার, জল্পনা তুঙ্গে

এনডি জোট শরিক জেডিইউ এর সাথে পাকাপাকি সম্পর্ক হওয়ার পথে বিজেপির। কারণ সম্প্রতি বিজেপি সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্তে আপত্তি আছে নীতীশ কুমারের দল জেডিইউ’এর। প্রসঙ্গত দেখা যাচ্ছে গত ১৭ ই মে নীতীশ কুমার জেডিইউ-র একটি প্রতিনিধিদল অসম ছাত্র ইউনিয়নের প্রচারে ঐ রাজ্যে পাঠিয়েছিলেন। জানা যাচ্ছে তাঁরা সেখানে মোদি সরকারের নাগরিকত্ব বিলের বিরোধিতায় প্রচারে নেমেছে। এই প্রস্তাবিত বিলে বলা হয়েছে প্রতিবেশী দেশের নিগৃহীত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। সরকারের প্রস্তাবত এই বিলের বিরোধীতায় সোচ্চার হয়ে উঠেছে সারা অসম ছাত্র ইউনিয়ন। তাদের এই বিরোধীতাকে সমর্থন করছে বিহারের জেডিইউ দল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য এই ঘটনার পরে আবার চলতি মাসের ২৬ তারিখে বিহারের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নোট বন্দির সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। তাঁর মতে এই নোট বন্দীর ফলে দেশের সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি। আর এর ফলে বিজেপি অনুগত কিছু শিল্প পতি নিজদের অর্থ অন্যত্র সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে।আশ্চর্যজনক ভাবে এই জেডিইউ নেতাই বছর দুয়েক আগে প্রধানমন্ত্রীর নোট বন্দীর ঘোষণায় সর্ব প্রথম সরকার সমর্থিত ইতিবাচক মন্তব্য করেছিলেন। গত ২৯ শে মে বিহারের মুখ্যমন্ত্রীর সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট কে ঘিরে বেশ সরগরম জোট রাজনীতি । এদিন তিনি ট্যুইটারে লিখলেন, ” বিহার হল পিছড়ে বর্গদের রাজ্য। তাই অর্থ কমিশনের উচিত বিহারকে পুনর্বিবেচনা করে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হোক। এটা বহুদিনের পুরনো দাবি। কিন্তু সেটা দেখা হচ্ছে না।” এখন স্বভাবিক ভাবেই প্রশ্ন উঠছে বিজেপি বিরোধীতা করে সহজ পথে নীতীশ কুমার কী শুধু বিহারের জন্যে প্রয়োজনীয় দাবি দাওয়া আদায়ের চেষ্টা করছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!