এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রবল মারের মুখেও মনোনয়ন জমা দেওয়াতে দ্বিতীয়স্থানে বিজেপি, চড়ছে পারদ

প্রবল মারের মুখেও মনোনয়ন জমা দেওয়াতে দ্বিতীয়স্থানে বিজেপি, চড়ছে পারদ


প্রবল মারের মুখেও মনোনয়ন জমা দেওয়াতে দ্বিতীয়স্থানে বিজেপি, চড়ছে পারদ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে জেলায় জেলায় শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের হাতাহাতি, মারধর। অভিযোগের তীর তৃণমূলের দিকে।তবে এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তথ্য চমকে দেবার মতো।এদিন রাজ্য নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী মনোনয়ন জমা দেওয়াতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রথম দু’দিনে গ্রাম পঞ্চায়েত স্তরে মনোনয়ন জমা পড়েছে তৃণমূলের ১৭৫৮ টি, বিজেপির ১১৩৭ টি, বামদলের ৪১০ টি ও কংগ্রেসের ১২৩ টি। পঞ্চায়েত সমিতি স্তরে জমা পড়েছে তৃণমূলের ৩৫৮ টি, বিজেপির ১৬৮ টি ও বামদলের ৫৬ টি। এদিকে জেলা পরিষদ স্তরে বিজেপিই সর্বোচ্চ মনোনয়ন জমা দিয়েছে ১৪ টি, বাম ও কংগ্রেস ১০ টি এবং তৃণমূল ৬ টি। যদিও শাসকদল সব জায়গায় এখনো মনোয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি বলে খবর। এদিন এই হিসাবকে অস্ত্র করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে এত গেল গেল রব উঠছে! বাধা দেওয়া হলে বিজেপি এত মনোনয়ন দিল কী করে?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!