এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি কোনও পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারবে না : জ্যোতিপ্রিয় মল্লিক

বিজেপি কোনও পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারবে না : জ্যোতিপ্রিয় মল্লিক


রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় দলীয় বৈঠকে উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তিনি গেরুয়া শিবিরের ঐ জেলায় বর্তমান এবং ভবিষ্যত অবস্থান সম্পর্কে নিজের আত্মবিশ্বাসী মতামত জানিয়ে বললেন, “এই জেলায় বিজেপি কোনও পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারবে না। জেলার ২২টি পঞ্চায়েত সমিতি আমরাই পেয়েছি। যেখানে যেখানে বিজেপি সমর্থিত নির্দলরা জিতেছে তারা আমার কাছে আবেদন জানিয়েছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।” উল্লেখ্য সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হলে দেখা যায় উত্তর ২৪ পরগনার ১৯৯টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৮৯টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বাকি ১০টি আসন বিরোধী পক্ষের ঝুলিতে যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন জেলায় শাসক দলের জয়লাভের প্রসঙ্গে উচ্ছ্বসিত খাদ্যমন্ত্রী বললেন, “জেলায় এর আগে কোনও দল এত বড় জয় পায়নি। তৃণমূল কংগ্রেস এবার সেই জয় পেয়েছে। জেলার ১৯৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা ১৮৯টি গ্রাম পঞ্চায়েত দখল করেছি। ৭টি পঞ্চায়েতে আমরা হেরে গেছি। সিপিআইএম ও কংগ্রেস মিলে এই ৭টি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে। বাকি ৩টে পঞ্চায়েতে টাই হয়েছে। বিজেপি আসন সংখ্যায় এগিয়ে থাকলেও নির্দলের সমর্থনে বোর্ড গঠন করবে তৃণমূলই। বিজেপি এই জেলার কোনও পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারবে না।” তিনি জানালেন দলের বিক্ষুদ্ধ নির্দল বিজয়ী প্রার্থীরা দলে ফিরতে উদ্গ্রীব হয়ে রয়েছে। সময় মতো সেই সব আগ্রহী সদস্যকে দলে ফিরিয়ে নেওয়া হবে। সব মিলিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে স্বভাবতই আত্মবিশ্বাসী এবং গর্বিত রাজের খাদ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!