এখন পড়ছেন
হোম > রাজ্য > কুচবিহারে বিজেপির পঞ্চায়েত প্রার্থীর হাতের চার আঙ্গুল কেটে দিল গুন্ডাবাহিনী

কুচবিহারে বিজেপির পঞ্চায়েত প্রার্থীর হাতের চার আঙ্গুল কেটে দিল গুন্ডাবাহিনী


পঞ্চায়েত নির্বাচন-কে কেন্দ্র করে আবারও উত্তর বঙ্গের কোচবিহার জেলার মানুষ হিংসার ঘটনার সাক্ষী হয়ে রইলো। এদিন কোচবিহারের তুফানগঞ্জের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের আসনে বিজেপির মনোনীত প্রার্থী ইন্দ্র দাসের বাম হাতের আঙুল কেটে নিলো দুষ্কৃতিরা। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করেছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য প্রায় ২৫ বছর আগে রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসনকালে হাওড়ার আমতার কান্দুয়ায় কংগ্রেস দলের সদস্য হওয়ার অপরাধে এক ব্যক্তির হাত কেটে নেওয়া হয়েছিল। কোচবিহারের ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু দাসের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে গুরুতর জখম বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্র দাস’কে চিকিৎসার প্রয়োজনে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশ্চর্যের কথা হলো ইন্দ্রবাবু একরকম ক্ষুদ্ধ হয়ে জানালেন এই ঘটনার পর থেকে বিজেপি নেতৃত্ব তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেনি। এমনকি তাঁর চিকিৎসা সংক্রান্ত কোনো খোঁজ খবর ও করেনি। অবশ্য জেলার তৃণমূল নেতৃত্ব ঘটনার দায় মেনে নিতে নারাজ। তাঁদের মতে এসবই হয়েছে বিজেপির অন্তর্দ্বন্দের পরিণামে। নিজেদের দলের হিংসাত্মক ঘটনা তাঁরা শাসকদলের নামে এনে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!