এখন পড়ছেন
হোম > জাতীয় > মিটেও মিটছে না পঞ্চায়েতের রেশ, শাসকদলের ঘুম ওড়াতে বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের

মিটেও মিটছে না পঞ্চায়েতের রেশ, শাসকদলের ঘুম ওড়াতে বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের


রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন পর্ব  সমাপ্ত হয়ে ফলাফল ঘোষণাও হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সন্ত্রাস এবং হিংসার জের টেনে নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে গেরুয়া শিবির। গত সপ্তাহে এই প্রসঙ্গে কলকাতায় দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। ঐ বৈঠকে আন্দোলন-কর্মসূচি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। সেই পরিকল্পনা মাফিক গেরুয়া শিবির  আগামী ১ লা জুন রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচী নিয়েছে। ৬ ই জুন জাতীয় মহিলা কমিশনের একটি দল রাজ্যে আসছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সন্ত্রাসের ঘটনায় আক্রান্ত মহিলাদের সাথে কথা বলতে আসছে। এই দল তাদের প্রস্তুত রিপোর্ট দিল্লী ফিরে গিয়ে মহিলা কমিশনে জমা দেবে। আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জুন মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে একদিনের জন্য বাংলায় আসবেন । তার আগে আগামী মাসে ৪ থেকে ৭ তারিখ অবধি দলীয় সংগঠনের খুটিনাটি বিষয় নিয়ে কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির রাজ্য নেতৃত্ব চার দিন ব্যাপী এক দীর্ঘ সময়ের বৈঠক করবেন। ঐ বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে বিশদে আলোচনা খওয়ার কথা আছে। এই প্রসঙ্গে  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “ভোট মিটলেও সন্ত্রাস চলছে। আমাদের বহু কর্মী বাড়ি ছাড়া। সমস্ত পরিস্থিতি নিয়েই আমরা আলোচনা করছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!