এখন পড়ছেন
হোম > রাজ্য > ত্রিফলা আক্রমনে আদালত হয়ে সিবিআই তদন্তের দাবিতে সলতে পাকানো শুরু গেরুয়া শিবিরে

ত্রিফলা আক্রমনে আদালত হয়ে সিবিআই তদন্তের দাবিতে সলতে পাকানো শুরু গেরুয়া শিবিরে


রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে ও পরে শাসকদল তৃনমূলের বিরুদ্ধে কর্মীদের খুনের অভিযোগ তুলেছিল বিজেপি।অভিযোগ পাল্টা অভিযোগে সেই খুনের তদন্তভার চালাচ্ছে রাজ্যের নিয়ন্ত্রাধীন গোয়েন্দা সংস্থা সিআইডি।কিন্তু এই ঘটনায় সরকারের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই বলে জানাল রাজ্য বিজেপি।সাথে সাথে তাদের এও হুশিয়ারি,যদি  রাজ্য এব্যাপারে সিবিআইয়ের হাতে তদন্তভার না দেয় তবে তাঁরা হাইকোর্টেও যাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য,রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় জগন্নাথ মাজি নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন কলা হয়েছিল।নির্বাচনের পরেই সেই পুরুলিয়ার বলরামপুরে ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।বিজেপির দাবি,তৃনমূল আশ্রিত দুস্কৃতীরাই তাঁদের কর্মীদের খুন করেছে।সূত্রে খবর,এবার সেই খুনের বিচার চাইতে আদালতের দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সোমবার রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন,”ওদের(ত্রিলোচন মাহাতো,দুলাল কুমার)অন্তিম কাজকর্ম বাকি রয়েছে।নিকট আত্মীয়দের দলের তরফে জানিয়েছি যে কাজ শেষ করে কোলকাতায় আসুন। ত্রিলোচন,দুলাল এবং জগন্নাথ মাঝির পরিবারকে নিয়ে আদালতে যাব আমরা।সেখানেই এই তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন জানাব।”  অভিযোগ ময়নাতদন্তের রিপোর্ট না আসতেই সেখানকার পুলিশ সুপার দুলাল কুমারের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে আখ্যা দিয়েছেন’। মঙ্গলবার এর প্রতিবাদে এক মহামিছালেরও ডাক দিয়েছে তাঁরা।সবমিলিয়ে এই তদন্তপ্রক্রিয়া কোন দিকে এগোয় এখন সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!