এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির রথযাত্রা আটকাতে মরিয়া রাজ্য প্রশাসন? জল গড়াতে পারে হাইকোর্ট পর্যন্ত

বিজেপির রথযাত্রা আটকাতে মরিয়া রাজ্য প্রশাসন? জল গড়াতে পারে হাইকোর্ট পর্যন্ত

আসন্ন লোকসভার নির্বাচনী প্রচারের জন্যে ৫ ডিসেম্বর থেকে রাজ্যে রথযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি। তারাপীঠ,কোচবিহার ও সাগর থেকে যাত্রা শুরু করে রাজ্যের প্রায় ৪২ টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির।

সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ সহ উওরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। ৫ ডিসেম্বর অমিত শাহ তারাপীঠ থেকেই এই রথযাত্রার সূচনা করার পর ৭ ডিসেম্বর কোচবিহার এবং ৯ ডিসেম্বর সাগর থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি। কিন্তু বিজেপির এই কর্মসূচিতে বাঁধ সাধবে তৃণমূল। এমনটাই আশঙ্কা গেরুয়াশিবির কর্তাদের।

তাই পরিকল্পিত কর্মসূচি যাতে বানচাল না হয়,তার জন্যে আগে থেকেই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বঙ্গ বিজেপির। রথযাত্রার অনুমতির জন্যে প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবে বিজেপি,এমনটাই সাফ কথায় জানিয়ে দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

প্রশাসনের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, বিজেপির রথযাত্রার অনুমতি ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছে রাজ্যসরকার। রথযাত্রার অনুমতি চেয়ে গত সপ্তাহে রাজ্যের মুখ্যসচিবের কাছে আবেদন করেছিল বিজেপি। পাশাপাশি, রথযাত্রার রুটম্যাপ সহ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসারও আবেদন করা হয়েছিল।

কিন্তু মাঝখানে পুজোর ছুটি চলার কারণে অনুমতি দেওয়ার বিষয়টি আলোচনা হয়নি। এই প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে রথযাত্রার কর্মসূচিতে জটিলতা আনতে ইচ্ছে করে রাজ্যসরকার কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। এদিকে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে।

তাই আর হাত গুটিয়ে বসে থাকতে নারজ দিলীপ ঘোষ-মুকুল রায়েরা। তাই প্রশাসনকে পাল্টা দিতে নতুন দাবার ঘুঁটি সাজালো বিজেপি। রথযাত্রার অনুমতি রাজ্যসরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল গেরুয়াশিবির। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টর দ্বারস্থ হতেও পিছপা হবে না বিজেপি,এমনটাই হুঁসিয়ারী সায়ন্তন বসুর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,ডিসেম্বরে রথযাত্রার কর্মসূচি মিটলে লোকসভা ভোটের আগে আগামী বছর ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে বিগ্রেডে বড় জনসভার কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রথমে ২৩ জানুয়ারি ভাবা হলেও পরে তা পরিবর্তন করে ৯ জানুয়ারি করার কথা ভাবা হয়। তারপরও প্রধানমন্ত্রীর ব্যস্ততাকে গুরুত্ব দিয়ে আরে একবার কর্মসূচির দিনক্ষণ পরিবর্তন করে বঙ্গবিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!