এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘ঘরের ছেলেদের’ বিজেপি থেকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু শাসকদলে

‘ঘরের ছেলেদের’ বিজেপি থেকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু শাসকদলে

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে দলবদলের খেলায় পাল্লা ভারী হলো রাজ্যের শাসকদলের। এমনিতেই পূর্ব মেদিনীপুর রাজ্যের শাসকদলেরই এক্তিয়ারভুক্ত। তার ওপর নির্বাচনের ঠিক আগের মুহূর্তেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী। জানা গেছে গত বছর মেচেদা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির শক্তি বাড়িয়েছিলেন কাজলবাবু সহ প্রায় কয়েকশো কর্মী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার তাঁরাই দলে ফিরলেন স্থানীয় তৃণমূল নেতা সেলিম আলীর হাত ধরে। সপক্ষে যুক্তি দিয়ে এদিন কাজলবাবু জানান, ”বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বেশকিছুদিন ধরে মতানৈক্য চলছিল। বিজেপিতে কোনও দলীয় শৃঙ্খলা নেই। তাই ঘরের ছেলে ঘরেই ফিরলাম।” এবিষয়ে সেলিম আলী বলেন, “ভুল বুঝে ঘরের ছেলে অন্য ঘরে চলে গিয়েছিল। ভুল বুঝতে পেরেই ঘরে ফিরে এসেছে।” এদিকে  কাজলবাবুর দলত্যাগের বিষয়ে স্থানীয় বিজেপি নেতারা জানান, “এই নেতার দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।” এখন কাজলবাবুর দলে ফেরাতে তৃণমূল কতটা শক্তিশালী হয়েছে একমাত্র নির্বাচনের ফলাফল বেরোলেই তার উত্তর পাওয়া যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!