এখন পড়ছেন
হোম > জাতীয় > সাধু-সন্তদের বক্তব্য শুনে স্কুলে বড় হবে শিশুরা, নীতি চালু বিজেপি শাসিত রাজ্যে

সাধু-সন্তদের বক্তব্য শুনে স্কুলে বড় হবে শিশুরা, নীতি চালু বিজেপি শাসিত রাজ্যে


এক অভিনব নিয়মের সূচনা হতে চলেছে বিজেপি শাসিত রাজস্থান রাজ্যে। রাজ্যের সরকারী স্কুলগুলিতে একটি নির্দেশিকা জারী করে বলা হয়েছে সেখানে প্রতি মাসের তৃতীয় শনিবার এক্সট্রা-ক্যারিকুলার অ্যাকটিভিটি হিসেবে স্থানীয় ‘সন্ত-মহাত্মাদের’ ভাষণের আয়োজন করা হবে । জানা যাচ্ছে সরকারী স্কুল গুলিতে চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ ২০১৮-১৯ সালের অ্যাকাডেমিক ক্যালেন্ডারেঈই বিষয়ের কথা উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে এমনিতে প্রতি শনিবারই বিদ্যালয়গুলিতে বালসভা হবে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে মাসের তৃতীয় শনিবারের জন্যেই এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ক্যালেন্ডার মোতাবেক সকালের প্রার্থনার পর জিরো আওয়ারের সময়ও বাল সভায় এই বক্তৃতা করা যেতে পারে বলে বলা হয়েছে। সেকেন্ডারি এডুকেশন বিভাগের ডিরেক্টর সব জেলার এডুকেশন অফিসারদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার টি পাঠিয়েছেন যাতে সরকারি স্কুলে ঘোষিত কর্মসূচীগুলি ঠিকমতো পালিত হয়। এছাড়াও চলতি শিক্ষা বর্ষে জারী হওয়া ঐ ক্যালন্ডার থেকে জানা যাচ্ছে বিদ্যালয় গুলির নিয়মিত পাঠক্রম বহিঃভূত অন্যান্য কর্মসূচীর কথা। মাসের প্রথম শনিবার স্কুলে স্কুলে শিক্ষার্থীদের নামী-দামী ব্যক্তিদের জীবনী পড়ে শোনানো হবে। দ্বিতীয় শনিবার অনুপ্রেরণা দেওয়ার, নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গল্প পাঠ করা হবে। চতুর্থ শনিবার ক্যুইজ হবে। পঞ্চম শনিবার হবে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার নাটকের অভিনয়, একইসাথে জাতীয়তাবাদী গানের অনুশীলন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!