এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বিজেপি শাসিত রাজ্যে যৌন হেনস্থার অভিযোগ,এবার শিকার মহিলা আইএএস অফিসার

ফের বিজেপি শাসিত রাজ্যে যৌন হেনস্থার অভিযোগ,এবার শিকার মহিলা আইএএস অফিসার


একের পর এক মহিলা যৌন নির্যাতনের খবরে নাম জড়াচ্ছে বিজেপির। যোগীজির রাজ্যের খবর ঠান্ডা হতে না হতেই একইরকম সংবাদ পাওয়া গেলো বিজেপির আওতাধীন হরিয়ানা রাজ্যের থেকেও। তবে এবার বেনজির ভাবে এ ঘটনা হল পুলিশ প্রশাসনের অন্দরেই! রক্ষকেরাই যদি এই উদাহরণ পেশ করে তবে জনগনকে রক্ষা করবে কারা এ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। গোটা খবরটাই নড়িয়ে দিয়েছে বিজেপি শিবিরের ভীত। তা নিয়ে আপাতত ভীষণ উদ্বেগে রয়েছে পদ্মশিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যৌন নির্যাতিতা ৩৬ বছর বয়সী হরিয়ানার এক মহিলা আইএএস অফিসার। তাঁর অভিযোগ একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদস্থ অফিসারের বিরুদ্ধে। গোটা হেনস্থার ঘটনাটাই তিনি ফেসবুকে পোস্ট করেন এদিন। অভিযোগে তিনি জানান যে, ওই অফিসার তাকে নানান রকম বাজে ইঙ্গিত দিতো। দুরকম অর্থবহ নানান রকম শব্দ তাকে উদ্দেশ্য করে ছুঁড়তো। এমনটাও মন্তব্য করেন যে মহিলা অফিসারকে নাকি নতুনবউ এর মতো সব শিখিয়ে বুঝিয়ে কাজ করাবেন তিনি। এই ধরণের ব্যবহার প্রাথমিকভাবে মোটেই ভালো লাগেনি মহিলা অফিসারের। এছাড়া তিনি আরো প্রতিবাদে সরব হয়ে জানান যে, একবার তাকে ওই পদস্থ অফিসার তাঁর অফিস ঘরে ডেকে মহিলা অফিসারকে জিজ্ঞাসাও করেন যে কী ধরনের কাজ তিনি চান? জবাবে তিনি নিজেই ‘টাইম পাস’ জাতীয় কাজের প্রস্তাবে পাড়েন। এছাড়া তাকে একবার ঘরে ডেকে যৌন হেনস্থা করার চেষ্টাও করেন তিনি। কাজের বাহান দিয়ে সন্ধ্যে ৭.৩০ অব্দি তাকে আটকে রাখায় চেষ্টা করেন অনেকসময় ওই অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদস্থ কর্তাটি। শুধু এখানে শেষ হন, মহিলা অফিসারকে নানান ভাবে হুমকিও দেওয়া হয় যাতে তিনি এসব কথা প্রকাশ করার সাহস না পান। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন অভিযুক্ত পদস্থ কর্তাটি। দাবীতে তিনি জানান যে, প্রশাসনের কাছে তার ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পনা মাফিক এমন কাজ করছেন মহিলা অফিসারটি। এ ব্যাপারে এখনো পুলিশি তদন্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!