এখন পড়ছেন
হোম > রাজ্য > উলটপুরাণ, জিতেছে তৃণমূল প্রার্থী, ফেসবুকে প্রচার বিজেপি জয়ী- আজব কান্ড শিলিগুড়িতে

উলটপুরাণ, জিতেছে তৃণমূল প্রার্থী, ফেসবুকে প্রচার বিজেপি জয়ী- আজব কান্ড শিলিগুড়িতে

পঞ্চায়েত ভোট মিটে গেলেও এখনো যেন রেশ কাটছে না। শেষ হইয়াও হইতেছে না শেষ। এতদিন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ভুল খবর রটাচ্ছে। বিজেপির জেতা প্রার্থীকে হেরেছে বলে প্রচার হচ্ছে। কিন্তু এবার উলটপুরাণ দেখা গেলো শিলিগুড়িতে। অভিযোগ শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস প্রামাণিক। অথচ বিজেপি প্রার্থী অলোক সেনকে জয়ী বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে। এই নিয়ে এদিন এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করলেন সংশ্লিষ্ট আসনের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস প্রামাণিক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন দেবাশিস সেন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “ইচ্ছাকৃতভাবে রটিয়ে দেওয়া হচ্ছে আমি হেরে গিয়েছি এবং বিজেপির জেলা পরিষদ প্রার্থী অলোক সেন জিতে গিয়েছেন। অথচ জিতেছি আমিই। আমার কাছে শংসাপত্র আছে।” জানা গেছে তিনি ২৮ হাজার ৪৩৬ ভোটে জয়ী হন। উল্লেখ্য সোস্যাল মিডিয়ার একটি প্রোফাইল থেকে একটি পোস্ট থেকে প্রচার করা হয় বিজেপি প্রার্থী প্রার্থী অলোক সেন দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে ৪১০০ ভোটে জয়লাভ করেছেন। যদিও পোস্টটি ডিলিট করে দেওয়া হুয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। কিন্তু জেক নিয়ে এই গন্ডগোল তিনি দেবাশীষবাবুর অভিযোগকে ফুৎকারে উড়িয়ে জানালেন “কোথায় কী রটছে জানি না। গণনায় কারচুপি হয়েছিল। আমি মামলা করেছি জেনেই ওরা ভয় পাচ্ছে। তাই নানা মামলায় আমাদের জড়ানোর চেষ্টা হচ্ছে।” অন্যদিকে সাইবার ক্রাইমের তরফ থেকে জানা গেছে যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!