এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘মুখর’ শীর্ষনেতাদের এবার দল থেকেই তাড়াতে প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির

‘মুখর’ শীর্ষনেতাদের এবার দল থেকেই তাড়াতে প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত , জিএসটি নিয়ে দল ও নেতৃত্বের সমালোচনা করে অনেকদিন থেকেই দলের মধ্যে একপ্রকার কোনঠাসা শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি। এবার দলের শীর্ষ নেতৃত্ব এই তিন বরিষ্ঠ নেতা দলীয় সদস্য পদ থেকে বরখাস্ত করতে তৎপর হয়ে উঠলো। উল্লেখ্য এই তিন বিজেপি নেতা নিজেদের পেশাগত জীবনে যথেষ্ট প্রভাবশালী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এনডিএ সরকারের সদস্য পদ গ্রহণ করে এই উদ্দেশ্যে যে দেশের মানুষদের জন্যে নানা জনকল্যানমূলক কাজে অংশীদার হবেন । কিন্তু অল্প দিনেই তাঁদের স্বপ্নভঙ্গ হয়। জানা গেছে বিভিন্ন বিরোধী দলের সাথে ও তাঁরা একাদিক বার বৈঠক করেছেন।এদিন বিজেপির শৃঙ্খলাভঙ্গ কমিটির সভাপতি গণেশই লাল বলেন, ‘‌’তাঁরা বিজেপি থেকে পদত্যাগ করুন। কারণ দলে থেকে দলের বিরুদ্ধে যতদূর সম্ভব গালিগালাজ করেছেন।’ তাই দলও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছে।” এ বিষয়ে গনেশ লাল ,এই তিন বিজেপি নেতাকে একরকম পরামর্শ দিয়েই বললেন,”দল যখন তাঁদের কাছে খারাপ তাহলে তাঁদেরই ছেড়ে চলে যাওয়া উচিত।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!