প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আবার শরিক হারাতে চলেছে গেরুয়া শিবির জাতীয় May 3, 2018 আবারও এক এনডিএ জোট শরিকের সদ্স্য পদ প্রত্যাহারের দাবি উঠলো। বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জানালো কেরলে বিজেপির জোট শরিক ভারত ধর্ম জন সেনা। বিডিজেএস এর তরফে বলা হয়েছে কেরলের চেঙ্গানুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তারা বিজেপির সাথে কোনোরকম সহযোগীতা করবে না। এমনকি উপ নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রচারকার্যে অংশ গ্রহণ করতে ও তারা অসম্মত। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে উল্লেখ্য কেরলের চেঙ্গানুর কেন্দ্রের সিপিএম বিধায়ক কেকে রামচন্দ্রন নায়ারের মৃত্যুর কারণে ঐ আসন বিধায়ক শূন্য হয়ে যায়। আগামী ২৮ শে মে ঐ আসনে নির্বাচন। বিডিজেএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও এনডিএ শরিক। বিজেপি দল তাদের প্রতিশ্রুতি পূরণ করতে অসম্মত হলে তারা অসহযোগীতা চালিয়ে যেতে বাধ্য হবে বলে জানিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি বিডিজেএস-কে গুরুত্বপূর্ণ পদের আশ্বাস দিয়েছিল। আশ্বাসে ভর করে ২০১৫-তে এই দল এনডিএ-তে যোগ দেয়। কেরলের অনগ্রসর শ্রেণির স্বার্থরক্ষাকারী সংগঠন এনএসডিপির রাজনৈতিক শাখা হলো বিডিজেএস । ২০১৬ সালের নির্বাচনে প্রতিশ্রুতির দোলাচলে বিজেপির দল থেকে বিডিজেএস অবস্থানগত ভাবেই দূরত্ব বজায় রাখতে আরম্ভ করে। আপনার মতামত জানান -