প্রচারে বেরিয়ে কান কাটা গেল বিজেপি কর্মীর, অভিযোগের তীর তৃণমূলের দিকে রাজ্য May 3, 2018 অপূর্ব সরেন নামক বিজেপিকর্মী আহত হল এদিন ভোটের প্রচারে বেরিয়ে। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুরের ডালখোলায়।পঞ্চায়েত ভোটের আবহ বারবার একইরকম হামলার নজির সামনে আনছে।স্বাভাবিকভাবেই এই ঘটনাও সরগরম করেছে এলাকাকে। অভিযোগের আঙুল আবারও তৃণমূলের দিকে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে রাজনৈতিক সূত্রের খবর বলছে,অপূর্ব বাবু এদিন স্থানীয় বিজেপি প্রার্থী বারা কিস্কুর জন্য প্রচারে বেরিয়েছিলেন এলাকায়। প্রচার চলাকালীন হামলা চালানো হয় তাঁর উপর। উল্টোপাল্টা কোপে ঘটনাস্থলেই কান কাটা যায় তাঁর। অভিযোগে তিনি জানিয়েছেন তৃণমূলের দুষ্কৃতিরা এমন করেছে। রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে তাকে আহত অবস্থায় ভর্তি করা হয়। “সাত বছরে তৃণমূলের জনসমর্থন তলানিতে ঠেকেছে। তাই ওরা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে সন্ত্রাসের মাধ্যমে পঞ্চায়েত দখল করতে চাইছে। এই হামলা তারই প্রমাণ” এমনটাই জানিয়েছেন বিজেপির উওর দিনাজপুরের জেলা সম্পাদক নিখিল সরকার। তৃনমূল এ অভিযোগ অস্বীকার করেছে। আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/ আপনার মতামত জানান -