এখন পড়ছেন
হোম > রাজ্য > “মুচলেখা দিয়ে তবে গ্রামে ফিরিয়েছে” শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

“মুচলেখা দিয়ে তবে গ্রামে ফিরিয়েছে” শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

পঞ্চায়েত ভোটগ্রহণের দিন শাসকদল বনাম বিরোধী পার্টির দ্বন্দ্ব এমন জায়গায় পৌছেছিলো যে ভয়ে ঘরছাড়া হতে হয়েছিলো বাগনানের ৫০ জন বিজেপি কর্মী ও তাঁদের পরিবারকে। আসুন জেনে নেওয়া যাক কী হয়েছিলো। বাগনানের বীরকুল প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের দিন হচ্ছিল ভোটগ্রহন কর্মসূচি। কিন্তু বিজেপি কর্মীরা দেখেছিলো ভোট শুরু হওয়ার কিছুক্ষণের ভিতরই কিছু বহিরাগত দুষ্কৃতিরা এসে ভোটারদের হটিয়ে অবাধে নিচ্ছে ছাপ্পা ভোট। এরপর এই বেআইনি কাজ ঠেকাতে বিজেপির দলীয় কর্মীরা ঝাপিয়ে পড়ে ওই তৃণমূলের দুষ্কৃতিদের উপর। তাঁদের ওপর হামলা চালিয়ে ওই কাজ করতে বাধা দেয়। এমনকি এই সময় কিছু এলাকাবাসী এই সংঘাত ঠেকাতে এলে তাঁরাও কোপের মুখে পড়ে। ব্যাপারটিট তখনকার মতো ধামাচাপা পড়লেও রাতে ওই ঘটনাটিকে নিয়ে আবার সংঘাতে লিপ্ত হন তৃণমূল কর্মী এবং সমর্থকরা। ক্ষোভের বশবর্তী হয়ে তাঁরা আক্রমণ করে ওই বিজেপি প্রার্থীদের বাড়ি। শুধু তাই নয়, তাঁদের বাড়ি ভাঙচুর করে আগুনও লাগিয়ে দেওয়া হয়। এমনটাই অভি্যোগে জানা গেছে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় বিজেপির ওই আক্রান্ত কর্মীদের ভিতর। তাঁরা পরিবারসহ ওই রাত থেকেই ঘর ছাড়া হন। এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে, বহুদিন বাড়ি ফিরতে না পারার জন্য অস্বস্তিতে পরে তাঁরা বাগনানের বিধায়ক অরুণাভ সেনের দ্বারস্থ হন। এরপর তিনি বিষয়টি বুঝে  ৫০ বিজেপি কর্মী ও তাঁদের পরিবারকে ঘরে ফেরান। শুধু তাই নয়, তাঁদেরকে ত্রিপল,কম্বল এমনকি আর্থিক সাহায্যও দান করেন নিজে ওই স্থানে উপস্থিত থেকে। অরুনাভ বাবু বলেন যে, এলাকার বাম সমর্থকরা বিজেপিতে নাম লিখিয়ে তাঁদের স্বাভাবিক অভ্যেসবশত গ্রামকে উত্তক্ত করাবার চেষ্টা করলে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। তবে কেউ গ্রামছাড়া হয়ে থাকুক এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাননা। তাই তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্যার গোড়ায় জল ঢাললেন। তবে এমনি এমনিই ফেরানো হয়নি বিজেপি কর্মীদের। জানা যাচ্ছে যে এর পেছনে ছিল একটি শর্ত। বিজেপি জেলা সভাপতি অনুপম মল্লিক জানান যে,গ্রামে থাকতে হলে বিজেপি করা যাবে না, এই মর্মে মুচলেখা লিখিয়েই তাঁদেরকে গ্রামে আনা হয়েছে। এরপর তিনি জোর গলায় আরো জানান যে, ওইরাতে কারা কারা বিজেপি কর্মীদের বাড়ি হামলা করেছিলো তাঁর যাবতীয় তথ্য প্রমাণ ওঁনার কাছে রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!