এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাত্র রাজনীতিতেও ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির, পাল্টা প্রতিরোধে ঘাসফুল শিবির

ছাত্র রাজনীতিতেও ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির, পাল্টা প্রতিরোধে ঘাসফুল শিবির

শুক্রবার পতিরামের যামিনী মজুমদার স্মৃতি কলেজে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত তালিকা প্রস্তুত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে এবিভিপি’র সমর্থকদের ডেপুটেশন দিতে যাওয়াকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়ালো।জানা যাচ্ছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই ডেপুটেশন নিতে অসম্মত হন। এই ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা কলেজের ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেয়। এদিনের ঘটনা প্রসঙ্গে এভিবিপি’র রাজ্য কমিটির সদস্য অতনু দাস বললেন, যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে বালুরঘাট, কুমারগঞ্জ ও হিলি ব্লকের বিভিন্ন গ্রাম থেকে গরিব ঘরের ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আসছেন। অনার্সের শুধু মাত্র একটি বিষয়েই আবেদন করতে ৩৫০-৪০০ টাকা খরচ হচ্ছে। এরফলে স্বাভাবিক ভাবেই ইচ্ছে থাকলেও দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা একাধিক বিষয়ে আবেদন করতে পারছেন না। এই বিষয় চুপ করে মেনে নেওয়া যায়না সেই কারণেই এইরকম একাধিক আপত্তিকর বিষয়ের প্রতিবাদ করে তারা কলেজে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তা গ্রহণে অসম্মত হয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এভিবিপি’র রাজ্য কমিটির সদস্য অতনু দাস এদিন অভিযোগের সুরে আরো জানালেন যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কলেজ প্রাঙ্গণে আন্দোলন করার সময়ে টিএমসিপির বহিরাগত একদল ছেলে কলেজ থেকে তাঁদের ধাক্কা মেরে বের করে দেয়। অবশ্য টিমসিপির বিরুদ্ধে আনা এবিভিপির রাজ্য কমিটির সদস্যের এই অভিযোগ টিমসিপির নেতারা মানতে নারাজ। একইসাথে এদিন কলেজ সূত্রে জানা গিয়েছে আগাম কোনো অনুমতি না নিয়ে এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে এবিভিপির সমর্থকেরা ডেপুটেশন জমা দিতে যায়। মূলতঃ সেই কারণেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ তা গ্রহণ করতে অসম্মত হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!