এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি-বিরোধিতায় রাজ্যে এক হয়ে গেছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস? বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

বিজেপি-বিরোধিতায় রাজ্যে এক হয়ে গেছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস? বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রসের ডাকা বনধকে সমর্থন করেছে সমস্ত বিজেপি বিরোধী দলগুলি। এখানেও জোট করে কংগ্রেসের পাশাপাশি বনধ ডেকেছে বামফ্রন্টও| তৃণমূল কংগ্রেস বনধের বিরোধিতা জানালেও বনধের পিছনের কারণকে সমর্থন জানিয়েছে তারা। রাজ্যে তিন শক্তির এই মিলে যাওয়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ করে বলেছেন যে ‘রাজা-রানি-বাদশা’ এবার এক হয়েছে।

লকেটের কথা অনুযায়ী, রাজ্যে বিজেপি বিরোধিতায় এক হয়েছে কংগ্রেস, বাম ও তৃণমূল| বরং তাঁদের এই অনৈতিক জোটে বিজেপির লড়াই করতে সুবিধা হবে বলে ব্যাখ্যা করেন লকেট। তিনি বলেন, সমস্ত দুর্নীতিপরায়ন শক্তি এক জায়গায় এসেছে, এতেই প্রমাণিত হয় যে একমাত্র বিজেপি কতটা সঠিক| একা বিজেপিকে আটকাতে এখন ‘রাজা-রানি-বাদশা’কে মিলিত হতে হচ্ছে। বিজেপি নেত্রী তথা চলচ্চিত্র অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এই জোটকে কটাক্ষ করে বলেন যে, বিজেপির লড়াইকে বিরোধীরাই সহজ করে দিচ্ছে। সব দুর্নীতি পরায়ন শক্তি মিলিত হয়েছে, বাংলার মানুষ সে বার্তা পাচ্ছে, ফলে বাংলার বুকে বিজেপির জন্য পথ প্রশস্ত হচ্ছে।
পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ভারত বনধ ডাকে কংগ্রেস। তারপর সেই বনধকে সমর্থন জানায় বামেরাও|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাহুল গান্ধী সমস্ত বিরোধী শক্তিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার ডাক দেন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বনধের বিরোধী| তাই তৃণমূল কংগ্রেস সরাসরি এই বনধকে সমর্থন জানালেও বনধের পিছনে থাকা কারণকে সমর্থন জানিয়ে পথ নামছে তারাও|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!