এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি প্রার্থী যেতে মার স্বামী-সহ দুই কর্মীকে,অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপি প্রার্থী যেতে মার স্বামী-সহ দুই কর্মীকে,অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপির উপরে হামলার অভিযোগে ফের নাম জড়ালো রাজ্যের শাসকদলের। গুরুতর আহত অবস্থায় বঁনগা মহাকুমা হাসপাতালে ভর্তি দুই বিজেপি কর্মী সুজিত ঘোষ ও শিবানন্দ ঘোষ। আক্রমণের ঘটনাটি ঘটেছে গঙ্গানন্দপুর পঞ্চায়েতের কুচিমোড়া গ্রামে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ এসেছে আক্রান্ত বিজেপি কর্মী সুজিত ঘোষের কাছ থেকে। তাঁর কথা থেকে জানা গেল, সুজিত বাবুর স্ত্রী শ্যামলী ঘোষ এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফ থেকে লড়াই এ নেমেছিলেন। এবং ভোটের ফল প্রকাশ্যে আসার পর দেখা যায় এলাকার তৃণমূলকে হারিয়ে বড় ফারাকে তিনি এগিয়ে আছেন অনেক। তবে ফলাফল সামনে আসার পর থেকেই দেখা যায়, স্থানীয় তৃণমূলকর্মীরা নানানভাবে উত্যক্ত করছেন তাঁদের। মারধোরের হুমকি দেখাচ্ছেন। এদিন ওই দুই বিজেপি কর্মীর বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের উওর চড়াও হন। বেধড়ক মারধোর করেন। এই ঘটনার পর আক্রান্তরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার তৃণমূলকর্মী সৌমিত্র ঘোষ এবং তাঁর দলবলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে সক্রিয় হয়েছেন।

তবে হামলা করার অভিযোগ উড়িয়ে দেন তৃণমূলের স্থানীয় কর্মীরা। বনগাঁর উওরের তৃণমূল নেতা তথা বিধায়ক বিশ্বজিৎ দাস এ অভিযোগকে ভিত্তিহীন দাবী করে বলেন যে এই ঘটনার মূল কারণ হল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কে ক্ষমতার রশি টানবে তাই নিয়ে নিজেদের ভিতর টানাটানি করতে গিয়েই ওই দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্রই নেই। আর শাসকদল এ ধরনের কাজকে সমর্থন করে না। তবে দুই পক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগের তীর চললেও পুলিশি তদন্তে এখনো জানা যায়নি কিছুই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!