এখন পড়ছেন
হোম > জাতীয় > চূড়ান্ত সফল হতে চলেছে ‘পিসি-ভাইপোর’ জোট, ভরাডুবি বিজেপির – সামনে এল বিস্ফোরক সমীক্ষা

চূড়ান্ত সফল হতে চলেছে ‘পিসি-ভাইপোর’ জোট, ভরাডুবি বিজেপির – সামনে এল বিস্ফোরক সমীক্ষা

ভারতীয় রাজনীতিতে বলা হয় – উত্তরপ্রদেশ যার, দিল্লির কুর্শি তার। আর এই দাবিকে মান্যতা দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে গত লোকসভা নির্বাচনে বিজেপি জোট ৮০ টির মধ্যে ৭৩ টি আসনেই জয়ী হয়। তৎকালীন উত্তরপ্রদেশের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ৫ টি ও কংগ্রেস ২ টি আসন পায়। খাতায় খুলতে পারে নি মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজবাদী পার্টি। এরপর, বিজেপিকে আটকাতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোট বাঁধেন অখিলেশ যাদব ও রাহুল গান্ধী, মায়াবতী একাই লড়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু, মোদী-ঝড়ের সামনে দিশা খুঁজে পান না কেউই – বিপুল জনমত নিয়ে উত্তরপ্রদেশের কুর্সিতে বসেন যোগী আদিত্যনাথ। আর তারপরেই বিজেপির অশ্বমেধের ঘোড়া থামাতে পরীক্ষামূলকভাবে রাজ্যের বিভিন্ন উপনির্বাচনে, দীর্ঘদিনের বৈরিতা ভুলে জোট বাঁধে সপা-বসপা-কংগ্রেস ও অন্যান্য ছোট বিরোধী দলগুলি। ফলে, দেখা যায় বিজেপির ভোট বাড়লেও সম্মিলিত বিরোধী শক্তির কাছে হার মানতে হয়েছে। আর তারপরেই উত্তরপ্রদেশে মহাগঠবন্ধন বা মহাজোট নিয়ে চর্চা চলছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই মহাজোটে কংগ্রেসকে না রেখে নিজেদের আসন সমঝোতা প্রকাশ করে সপা-বসপা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরিপ্রেক্ষিতে একটি জনমত সমীক্ষা সামনে এনেছে ইন্ডিয়া টুডে এবং কারভে ইনসাইটস। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে – উত্তরপ্রদেশের জোট রীতিমত কপালে চিন্তার ভাঁজ ফেলে দিতে পারে বিজেপির। ওই সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে এবার মেগাহিট হতে চলেছে ‘বুয়া-ভাতিজা’ জোট, জোটের ভাগ্যে যেতে পারে ৫৮ টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ১৮ টি আসন আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ টি আসন। অন্যদিকে, ‘বুয়া-ভাতিজা’ যদি কংগ্রেসকেও মহাজোটে শামিল করে তাহলে নাকি বিজেপির কপালে আরও দুঃখ আছে। সেক্ষত্রে, সপা-বসপা-কংগ্রেস মহাজোট ৭৫ টি আসন পেতে পারে আর বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ৫ টি আসন।

তবে, এই জোট ঘোষণার পরে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতা তীব্র আক্রমনের পথে হাঁটেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন – এই জোটের না আছে কোনো নীতি, না আছেন কোনো নেতা – তাই এই জোট নাকি ‘সুপার-ফ্লপ’ হবে। অন্যদিকে বিজেপির যেটা আসন গতবারের ৭১ থেকে বেড়ে ৭২ হবে, কিন্তু কোনোমতেই নাকি ৭০ হবে না! প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে এবং কারভে ইনসাইটসের এই সমীক্ষা মোট ২,৪০০ জনের উপর চালিয়ে করা হয়েছে বলে জানা গেছে। তার থেকেও বড় কথা এই সমীক্ষা করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে পদার্পনের ঘোষণার আগে। তাই জমজমাট উত্তরপ্রদেশের রাজনীতিতে কি ফলাফল হবে তার জন্য ইভিএম খোলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!