এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে ভোট দেওয়ায় ৩০০ বার কানধরে ওঠবোস করিয়ে জুতোর মালা মহিলাকে

বিজেপিকে ভোট দেওয়ায় ৩০০ বার কানধরে ওঠবোস করিয়ে জুতোর মালা মহিলাকে


রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন এবং ফলাফল কম বেশি উত্তেজনা নিয়ে মিটলেও উদ্বেগে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার হিংসা সন্ত্রাসের অভিযোগ নয় অভিযোগ উঠেছে আরোও ঘৃন্নতম অপরাধের। মেদিনীপুর সদর ব্লকের ৪ নম্বর কঙ্কাবতী অঞ্চলের বাগডুবি গ্রামে  কবিতা দাস নামক জনৈকা নিরীহ গৃহবধূকে প্রকাশ্যে শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার পুনর্নির্বাচনের দিন ঐ মহিলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অপরাধে তাঁকে দলের কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ৩০০ বার কান ধরে ওঠবোস করানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে এইসময় ঘটনাস্থলে কয়ক হাজার গ্রামবাসী উপস্থিত থাকলেও তারা কোনো রকম প্রতিবাদ করেননি । এর আগে  শাসক দলের বিরুদ্ধে আরামবাগে মহিলাদের বিবস্ত্র করে নিগ্রহের অভিযোগ উঠেছিল । আর এবারে প্রকাশ্যে নিগ্রহ করা হলো ভোটারকে। জানা গিয়েছে বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছে আক্রান্ত গৃহবধূর পরিবার । এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বললেন, ”আমি ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি, সত্যি হলে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।” এই ঘটনায় শনিবার পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!