এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রার্থী ঘোষণা আরও ১০ কেন্দ্রে, বাংলায় ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে গেরুয়া শিবির

প্রার্থী ঘোষণা আরও ১০ কেন্দ্রে, বাংলায় ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে গেরুয়া শিবির


দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্যের ৪২ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস। এরপর বামফ্রন্টও দুই দফায় ৪০ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় ও বাকি দুই আসনে নিজেরা না লড়ে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কংগ্রেসও দুই দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে এবং জানিয়ে দেয় বাকি ৬ আসনের দুটি আসনে বামফ্রন্টকে সমর্থন করা হবে এবং বাকি ৪ আসন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে।

এই অবস্থায় বিগত হোলির দিনে রাজ্যের ২৮ আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। পরবর্তীকালে আরও দুই দফায় আরও ২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ফলে বাকি থাকা ১২ আসন নিয়ে জল্পনা বাড়ছিল, সূত্রের খবর ছিল গতকালই সেই ১২ জনের তালিকা প্রকাশ হয়ে যেতে পারে। অবশেষে আজ আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি – যেখানে ১০ জনের নাম ঘোষিত হল। এখনও প্রার্থী ঘোষণা বাকি থাকল পুরুলিয়া ও বর্ধমান-দুর্গাপুর আসনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন, বিজেপির প্রকাশিত আজকের তালিকায় স্থান পেলেন কারা –
১. বহরমপুর – কৃষ্ণ জোয়ারদার আর্য (বিজেপি)
২. মুর্শিদাবাদ – হুমায়ুন কবীর (বিজেপি)
৩. রানাঘাট – মুকুটমণি অধিকারী (বিজেপি)
৪. বনগাঁ – শান্তনু ঠাকুর (বিজেপি)
৫. ডায়মন্ড হারবার – নীলাঞ্জন রায় (বিজেপি)

৬. হাওড়া – রন্তিদেব সেনগুপ্ত (বিজেপি)
৭. উলুবেড়িয়া – জয় বন্দ্যোপাধ্যায় (বিজেপি)
৮. কাঁথি – দেবাশিস সামন্ত (বিজেপি)
৯. বাঁকুড়া – সুভাষ সরকার (বিজেপি)
১০. বোলপুর – রামপ্রসাদ দাস (বিজেপি)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!