এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপি বিধায়ককে অপদস্ত করতে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ

বিজেপি বিধায়ককে অপদস্ত করতে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ


রাজনীতির অংক বড়ই জটিল। তবে যেখানে ভয়াবহ দূর্যোগ, সেখানে রাজনৈতিক অংক খাটে না। প্রত্যেকের উচিত রাজনীতিকে দূরে সরিয়ে রেখে ঝড়, জলের সময় মানুষের পাশে থাকা। তবে এই ব্যাপারটিকে মান্যতা দেন আর কজন রাজনৈতিক নেতা! এবার বিজেপি বিধায়ককে অপদস্ত করতে তৃণমূলের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ। যেখানে 24 ঘন্টার মধ্যে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা ও প্রমাণ ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহকে দেওয়ার নির্দেশ দিল পৌরসভা।

আর তৃণমূল পরিচালিত পৌরসভার এই উদ্যোগে এখন রাজনীতির অভিযোগ তুলে সরব হচ্ছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ। বস্তুত, গত বুধবার রাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপানের দাপট দেখা যায়। যার ফলে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগণা, মেদিনীপুর সহ অনেক এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যেই সরকারের তরফ সেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে ভাটপাড়া বিধানসভা সেই প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মাত্র 24 ঘণ্টা সময় বেঁধে দিয়ে যেভাবে তৃণমূল পরিচালিত পৌরসভার বিধায়ককে তার বিধানসভা এলাকায় ক্ষতিগ্রস্থদের নামের তালিকা দিতে বলল, তাতে রীতিমত ক্ষোভ তৈরি হয়েছে। এদিন এই ব্যাপারে পৌরসভার এই সিদ্ধান্ত নিয়ে সরব হন বিজেপি বিধায়ক পবন সিংহ। তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান সময় দেননি। ক্ষতিগ্রস্তদের যাতে আমার বিধানসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাহায্য না পান। তারা তাদের প্রমাণপত্র এই কয়েক ঘণ্টার মধ্যে কোথায় পাবেন!”

এলাকার স্থানীয় মানুষও আওয়াজ তুলছেন – সত্যিই তো তাই! এই চটজলদি এত দুর্যোগের হিসাব করা কি সহজ? কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল? তাহলে কি বিজেপিকে আটকাতেই এই ধরনের সিদ্ধান্ত? এদিন এই প্রসঙ্গে মেয়াদ উত্তীর্ণ ভাটপাড়া পৌরসভার প্রশাসক অরুন বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারের কাছে আবেদন করে সময় আরও একদিন বাড়ানো হয়েছে। খুব তাড়াতাড়ি রিপোর্ট চাওয়ায় একদিন সময় দেওয়া হয়েছিল। এখন আরও একদিন বাড়িয়ে দেওয়া হল।”

তবে অরুনবাবু যে কথাই বলুন না কেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু সেটা করতে গিয়ে যেভাবে ভাটপাড়া বিধানসভায় ভয়াবহ দুর্যোগের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা 24 ঘন্টার মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে পৌরসভা, তা সত্যিই রাজনীতিকে টেনে এনেছে। এক্ষেত্রে তাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, শুধুমাত্র তাদের বিধায়ককে অপদস্থ করার জন্যই 24 ঘন্টা সময় দিয়েছে তৃণমূল পরিচালিত পৌরসভা। আর এই ঘটনা নিয়েই এখন রীতিমত উত্তাল ভাটপাড়ার রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!