এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাটপাড়া নিয়ে নাটক অব্যাহত, তৃণমূল আজ ফের বড়সড় ধাক্কা খেলো হাইকোর্টে

ভাটপাড়া নিয়ে নাটক অব্যাহত, তৃণমূল আজ ফের বড়সড় ধাক্কা খেলো হাইকোর্টে

ভাটপাড়ায় আস্থা ভোট খারিজের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে তৃণমূল। তবে সেখানেও ধাক্কা খেল ঘাসফুল শিবির। শুক্রবার দুপুর দুটোয় শুনানির আবেদন জানান তৃণমূলের তিন কাউন্সিলর। তবে দ্রুত শুনানির দাবি খারিজ করে দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এরপর পালটা মামলা দায়ের করারও অনুমতি চায় তৃণমূল। বৃহস্পতিবারের নির্দেশনামার কপি না থাকায় সেই দাবিও খারিজ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বলেন, ‘শুনানি সোমবার হলে স্বর্গ ভেঙে পড়বে না।’

লোকসভা নির্বাচনের পরবর্তী সময় কালে বিজেপির অর্জুন সিংহের হাত ধরে উত্তর 24 পরগনার একাধিক পৌরসভা বিজেপির দখলে চলে যায়। তবে যত দিন যেতে শুরু করে, ততই বিজেপির কাছ থেকে সেই সমস্ত পৌরসভার কাউন্সিলর যোগ দেন তৃণমূলে। যার ফলে কাঁচরাপাড়া, হালিশহর নৈহাটির মত পৌরসভা গুলো তৃণমূল দখল করলেও, অর্জুন সিংহের গড় ভাটপাড়া পৌরসভা দখল করতে পারছিল না। তবে নতুন বছর পড়ার সাথে সাথেই ভাটপাড়া পৌরসভা কে দখল করবে তা নিয়ে সেখানকার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেখা যায় তৃনমূল কংগ্রেসকে।

আর চেয়ারম্যান সৌরভ সিংহ অনাস্থার তারিখ দেরি করে জানালেও, তৃণমূলের তরফে 2 তারিখ অনাস্থা হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেই মত বৃহস্পতিবার অনাস্থায় বিজেপিকে হারিয়ে বোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু সকালে তৃণমূল ভাটপাড়া পৌরসভা দখল করলেও, দুপুর গড়াতে না গড়াতেই হাইকোর্টের নির্দেশে তৃণমূলের এই অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় মুখ পুড়ল শাসকদলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন আস্থাভোটের 19-0 ব্যবধানে জিতে ভাটপাড়া পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। তবে বেআইনিভাবে আস্থা ভোট হয়েছে বলে সেই ভোটাভুটিতে অংশ না নিয়ে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। আর সেইমত এদিন ভাটপাড়া পৌরসভা দখল করে যখন তৃণমূল আনন্দে ডগমগ, ঠিক তখনই হাই কোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চ ওই ভোটাভুটি খারিজ করে দেন।

যা রীতিমতো অস্বস্তিতে ফেলল রাজ্যের শাসক দলকে।এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। তবে তাঁদের দ্রুত শুনানির আরজি খারিজ করে দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বৃহস্পতিবারের নির্দেশনামার কপি না থাকায় মামলার শুনানি সম্ভব নয় বলেই জানিয়ে দেন তিনি। ‘শুনানি সোমবার হলে স্বর্গ ভেঙে পড়বে না’ বলেও জানান বিচারপতি।

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল অনাস্থা আনলেও শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে তারা যেভাবে পিছু হটল, তাতে বিজেপি এবং অর্জুন সিংহ অনেকটাই স্বস্তি পেল। এখন পরবর্তীতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!