এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – দিল্লিতে মহাবৈঠকে বসছেন ৩ বিজেপি শীর্ষ নেতা, তারপরেই চূড়ান্ত হবে প্রার্থী

BREAKING NEWS – দিল্লিতে মহাবৈঠকে বসছেন ৩ বিজেপি শীর্ষ নেতা, তারপরেই চূড়ান্ত হবে প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – উৎসবের মরশুম শেষ হতে না হতেই, বাংলায় টানটান রাজনৈতিক উত্তেজনা। কেননা ঘোষণা হয়ে গেছে রাজ্যের খালি থাকা ৩ আসনের জন্য উপনির্বাচনের নির্ঘন্ট। ফলে, এই মুহূর্তে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে বাংলার প্রতিটি হেভিওয়েট রাজনৈতিক দলের। নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেলেও, কোনো দলই এখনও সরকারিভাবে প্রার্থী ঘোষণা করে নি। এই পরিস্থিতিতে বিজেপির বিভিন্ন সূত্র থেকে গতকাল জানা যায়, যে দুই আসনের নাম চূড়ান্ত করে ফেলেছে রাজ্য নেতৃত্ব।

সরকারিভাবে বিজেপি কিছু ঘোষণা না করলেও, রাজ্য বিজেপির বিভিন্ন অংশের খবর অনুযায়ী – করিমপুরের জন্য বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের নাম ঠিক করেছেন দিলীপ ঘোষরা। অন্যদিকে, খড়্গপুর কেন্দ্রের জন্য দিলীপবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত খড়্গপুর শহর বিজেপির সভাপতি প্রেমচাঁদ ঝায়ের নাম পাঠানো হয়েছে রাজ্য বিজেপির তরফে। এর পাশাপাশিই কালিয়াগঞ্জের জন্য ৮ টি নাম প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে, এঁদের মধ্যে এগিয়ে রয়েছেন – কালিয়াগঞ্জ জেলা পরিষদের বিজেপি সদস্য কমল সরকার।

এর মাঝেই আজ সকালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যেতে থাকে, জয়প্রকাশবাবুর নাম নিয়ে খুব একটা আপত্তি না থাকলেও, প্রেমচাঁদ ঝাকে টিকিট দিতে খুব একটা আগ্রহী নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার বদলে, তাঁরা চাইছেন এমন একজন কেউ তরুণ নেতা খড়্গপুর থেকে প্রার্থী হন – যিনি আগামী দিনে গোটা রাজ্য চষে ফেলতে পারবেন। এমনকি বিধানসভার পরিষদীয় রাজনীতিতেও তিনি ঘোল খাইয়ে ছাড়বেন শাসকদলকে। যাতে সাধারণ মানুষ প্রধান বিরোধী হিসাবে বাংলায় বিজেপির অস্তিত্ব সম্পূর্ণরূপে বুঝতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, সন্ধ্যের দিকে দিল্লি বিজেপি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই উপনির্বাচন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের মতে – লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা দুই বিধানসভা – কালিয়াগঞ্জ ও খড়্গপুর, কোনো মতেই হারা চলবে না। এর পাশাপাশিই করিমপুরও ছিনিয়ে নিতে হবে। আর তার জন্য প্রয়োজনে অল-আউট অ্যাটাকে যেতে হবে, যা করণীয় করতে হবে। আর এরপরেই প্রার্থীপদে সিলমোহর আপাতত থমকে। আজ রাত্রে এই নিয়ে এক মহাবৈঠক হতে চলেছে ৩ শীর্ষনেতার মধ্যে।

সূত্রের খবর, বাংলায় ৩ উপনির্বাচনে পদ্ম ফোটানোর দায়িত্ব বর্তেছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র উপর। আর তাই তিনি দিল্লিতে ডেকে পাঠিয়েছেন শিব প্রকাশ ও মুকুল রায়কে। তিনজনেই আজ বৈঠকে বসছেন – আর তারপর চলবে প্রার্থীপদ থেকে বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে কাটাছেঁড়া। আর তারপরেই ৩ কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হচ্ছেন – সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, জয়ের জন্য প্রয়োজনে রাজ্যের পাঠানো সব প্রার্থী বাতিল হয়ে গিয়ে সম্পূর্ণ নতুন তালিকা সামনে আনতে পারেন এই ত্রয়ী।

ফলে, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র জল্পনা। কেননা লোকসভা নির্বাচনের যে বিজেপি-হাওয়া গোটা বাংলা জুড়ে প্রবল হয়েছিল, তা কোথাও যেন স্তিমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ৩ উপনির্বাচনের হাত ধরে, আবারো জোরকদমে রাজনৈতিকভাবে ময়দানে নামতে চাইছে বিজেপি। এই অবস্থায়, এই ৩ আসনই কার্যত বিজেপির কাছে হাই-ভোল্টেজ পরীক্ষা হতে চলেছে। আর তাই, যাঁরাই এখানে টিকিট পাবেন চলে আসবেন অতিরিক্ত লাইমলাইটে! এই অবস্থায় বিজেপির প্রার্থী নিয়ে কি সিদ্ধান্ত হয় আজ দিল্লির মহাবৈঠকের পরে – সেইদিকেই আপাতত তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!