বিজেপি বিধায়কের বাড়ি ঘিরে ধরে তৃণমূলের প্রবল আক্রমণ, উত্তেজনা তঙ্গে তৃণমূল নদীয়া-২৪ পরগনা বিজেপি রাজনীতি রাজ্য November 23, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল বিজেপির তরজা নতুন কথা নয়। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের পরেই এই তরজা অন্য মাত্রা পেয়েছে। একে অপরের বিরুদ্ধে কুরুচিকর ও হুমকি মন্তব্য হামেশাই শোনা যায়। যেটা বর্তমান রাজনীতিতে স্বাভাবিক বলেই ধরা হয়। সম্প্রতি তৃণমূলের বনগাঁ জেলা সভানেত্রী আলোরানী সরকারের উদ্দেশ্যে এ রকমই হুমকি ও কুরুচিকর মন্তব্য করেছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সে ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন। কিন্তু তার প্রতিবাদে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ি ঘিরে ধরে তৃণমূলের শতাধিক মহিলা কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখায়। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর রাজনীতির আঙিনায়। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকার পাল্লা বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। কার্যত জানা গিয়েছে, তৃণমূল মহিলা কর্মী ও সমর্থকরা শুধু বিক্ষোভ দেখিয়েই থেমে থাকেননি। পাল্টা বিজেপি বিধায়কের বাড়ি লক্ষ্য করে জুতো, ঝাঁটা ছুড়ে মারেন। এ প্রসঙ্গে তৃণমূলের দাবি, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার কিছুদিন আগে নহাটা বাজারে একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলোরানী সরকার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একজন মহিলার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার প্রতিবাদে সোমবার বিকেলে এই বিক্ষোভ দেখানো হয়। তবে জানা গিয়েছে, এই বিক্ষোভের রেশ বড় আকার ধারণ করেনি, কারণ ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি। অন্যদিকে বিধায়কের বিরুদ্ধেও কিন্তু তৃণমূলের তরফ থেকে তীব্র কুরুচিকর মন্তব্য করা হয়। সবমিলিয়ে বনগাঁ বিধানসভায় উত্তেজনা তুঙ্গে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিজেপি বিধায়কের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -