এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি বিধায়কের গোর্খাল্যান্ড দাবি, বিস্ফোরক বিমান! জেনে নিন!

বিজেপি বিধায়কের গোর্খাল্যান্ড দাবি, বিস্ফোরক বিমান! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে গোর্খাল্যান্ড ইস্যু। যেখানে সম্প্রতি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে একটি চিঠি দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে একাংশ। আর এবার এই বিষয়েই মন্তব্য করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক হলেন বিমান বসু। যেখানে বিজেপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনলেন তিনি।

সূত্রের খবর, এদিন বিজেপি বিধায়কের পৃথক গোর্খাল্যান্ডের বিষয়ে সর্বভারতীয় সভাপতিকে চিঠি দেওয়া নিয়ে প্রশ্ন করা হয় সিপিএমের বিমান বসুকে। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা নতুন কিছু নয়। বিজেপি রাজ্যকে বড় রাখতে চায় না। বিজেপি ছোট ছোট রাজ্যের পক্ষে। তাই মাঝে মাঝেই একজন বিধায়ককে দিয়ে এগুলো বলিয়ে মেপে দেখেন এবং সমীক্ষা করিয়ে রাখে। বঙ্গভঙ্গ দেশভাগের পর একবার হয়েছে। আর হলে মানুষ একে সমর্থন করবে না। আমরা চাই উত্তরবঙ্গের মানুষের সংহতি, ঐক্য। পাশাপাশি এটাও চাই, উত্তরবঙ্গের মানুষ যেন কোনো কিছুতে বঞ্চিত না হন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও বিজেপির পক্ষ থেকে একাধিক সাংসদ এইরকম দাবি তুলেছেন। যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। তবে এবার সেই বিষয়টি ফের প্রাসঙ্গিক হতেই সোচ্চার হলেন বিমান বসু। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!