এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি বিধায়কের গাড়ির ওপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপি বিধায়কের গাড়ির ওপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে যখন ব্যাপক বিতর্ক চলছে ঠিক সেসময় আবারো একটি রাজনৈতিক ঘটনা সামনে এলো। জানা গিয়েছে, সোনামুখীর বিজেপি বিধায়ক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে মাঝরাস্তায় আক্রান্ত হয়েছেন। আর এই নিয়ে নতুন করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি দলীয় কর্মীদের সঙ্গে যখন দেখা করে ফিরছিলেন, সেসময় মানিকবাজার এলাকায় তাঁর গাড়ির ওপর একদল দুষ্কৃতী চড়াও হয়। একই সাথে চলে গো ব্যাক স্লোগান। বিধায়কের নিরাপত্তারক্ষীরা কোনোরকমে তাঁকে সরিয়ে নিয়ে যায়।

জানা গিয়েছে, ওই এলাকায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের সোনামুখী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই সম্পূর্ণ ঘটনার অভিযোগে দায়ী করা হয়েছে তৃণমূলকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যাবেলায়। সেসময় মানিকবাজারে কাষ্ঠসাঙা গ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সেখান থেকে ফেরার পথেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। দ্রুত তাঁকে নিয়ে বেরিয়ে যায় তাঁর নিরাপত্তারক্ষীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই। ওই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। একইসাথে আহত বিজেপি কর্মীরা প্রশ্ন তুলেছেন, বিজেপি করার জন্য এভাবে কেন আক্রান্ত হতে হচ্ছে তাঁদের? অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন, এরকম কোন ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নেই। তিনি পাল্টা দাবি করেছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আক্রান্ত হতে হয়েছে বিজেপি বিধায়ককে।

অন্যদিকে এই ঘটনায় বিজেপি সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করা হয়েছে বিজেপি সূত্রে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যখন রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা নিয়ে একের পর এক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তৃণমূলকে, একইসাথে রাজ্য সরকারকে এই নিয়ে হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। কিন্তু নতুন করে আবারও রাজনৈতিক হিংসা কার্যত বিতর্কের সূত্রপাত করল এই ঘটনা। পাশাপাশি এই নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়া জেলার তৃণমূল ও বিজেপির চাপানউতোর তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!