এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি বিধায়ক দাদার নির্দেশেই ৩ ভাইকে খুন! জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি! উত্তাল গোটা বাংলা

বিজেপি বিধায়ক দাদার নির্দেশেই ৩ ভাইকে খুন! জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি! উত্তাল গোটা বাংলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত দল তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যের সমস্ত দলই যখন নিজের ঘর গোছানোর কাজে ব্যস্ত তখনই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির এক প্রভাবশালী নেতার নামে গুরুতর অভিযোগ উঠে এলো।

প্রসঙ্গত, গত ২০১০ সালে বীরভূম জেলার লাভপুরের একটি সালিসি সভায় তিন ভাইকে একসঙ্গে খুনের ঘটনার কথা স্বীকার করে নিলেন বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম। পুলিশের দাবি, তাদের জেরায় তিনি স্বীকার করে নিয়েছেন যে, ওই খুনের ঘটনার দিন ঘটনাস্থলে ভাই মনিরুল ইসলাম ও একজন প্রভাবশালী বিজেপি নেতার নির্দেশে তিনি এই তিনজন সিপিএম সমর্থককে খুন করেছেন। তাঁর স্বীকারোক্তির পরেই শোরগোল ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত গত জুলাই বীরভূম জেলায় তৃণমূল নেতা সহদেব বাগ্দীকে হত্যা করা হয়। সহদেব বাগ্দীকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। এরপর জেল হেফাজতে তাঁকে নিয়ে গিয়ে এই হত্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিসের জিজ্ঞাসাবাদেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পরে সাপ। পূর্ববর্তী একটি হত্যাকাণ্ডের কথা সামনে চলে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আনারুল ইসলাম স্বীকার করে নেন ভাই মনিরুল ইসলামের নির্দেশেই তিনি গত ২০১০ সালে ৩ সিপিএম সমর্থক ভাইকে তিনি হত্যা করেছিলেন। মনিরুল ইসলামের সঙ্গে সঙ্গে একজন প্রভাবশালী বিজেপি নেতাও তাঁকে এই হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল। তার মুখে এই চাঞ্চল্যকর তথ্য শোনার পরেই তাঁকে সঙ্গে করে লাভপুরের সেই খুনের ঘটনাস্থলে পৌঁছান গোয়েন্দারা। এরপর এ বিষয়ে তাঁকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য সামনে চলে আসে।

সম্প্রতি লাভপুরের ৩ জন সিপিএম সমর্থক ভাইয়ের হত্যাকাণ্ডে বিজেপি নেতা মনিরুল ইসলাম এর নামও উঠে এসেছে। এই হত্যাকাণ্ডের গত ডিসেম্বরের পুলিশের চার্জশিটে মনিরুল ইসলামের নাম উঠে এসেছিল।সেইসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় এর নামও উঠে উঠেছিল। এ প্রসঙ্গে অনেকে মনে করছেন যে, এই হত্যাকাণ্ডে মনিরুল ইসলাম ছাড়াও যে প্রভাবশালী বিজেপি নেতার প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন আনারুল ইসলাম, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং মুকুল রায়। এবারে এই হত্যাকাণ্ডের নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিতর্কিত চরিত্র হলেন মনিরুল ইসলাম। গত ২০১০ সালে এই হত্যাকাণ্ডের সময় তিনি ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন। পরবর্তী কালে ফরওয়ার্ড ব্লক দল করে তাঁর তৃণমূলে যোগদান। পরবর্তীতে তাঁর তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান। যদিও বিজেপি দলে তাঁর বিশেষ কোনো উল্লেখযোগ্য পদপ্রাপ্তি এখনো পর্যন্ত হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!