এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপি বিরোধী জোটের মহা-বৈঠক আজ, জল্পনার পারদ জাতীয় রাজনীতিতে!

বিজেপি বিরোধী জোটের মহা-বৈঠক আজ, জল্পনার পারদ জাতীয় রাজনীতিতে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিকে সরাতে 2024 এর লোকসভা নির্বাচনের আগে নতুন করে বিজেপি বিরোধী মহাজোট তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দলগুলোকে নিয়ে এক ছাতার তলায় এসে যাতে এখন থেকেই বিজেপির বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া যায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তবে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে, 2019 সালেও এই রকম জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা ভেস্তে যায়। তাই এবারেও মহাজোটের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনের দেরি থাকলেও, এখন থেকেই যাতে সেই মহাজোটের ভাবনাতে শান দেওয়া যায়, তার জন্য তৎপরতা গ্রহণ করতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। অবশেষে আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে বিরোধী দলের নেতা-নেত্রীদের নিয়ে হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে কমবেশি প্রতিটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে খবর। মূলত, ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর সেই বৈঠককে কেন্দ্র করেই জল্পনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে জাতীয় রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে প্রায় 15 টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে খবর। তাৎপর্যপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিক থেকে বৈঠকের গুরুত্ব যে ক্রমশ বাড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। একাংশ বলছেন, এখন থেকেই বিরোধী মহাজোটের প্রস্তুতি গ্রহণ করতেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই বৈঠক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে যাতে বিরোধী মহাজোট কোনোভাবেই ভেস্তে না যায়, তার জন্য প্রথম থেকেই সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বলেই মনে করছেন একাংশ।

অনেকে বলছেন, বিজেপি বিরোধী মহাজোট গঠনের উদ্যোগ নেওয়া হলেও, শেষ পর্যন্ত সেখানে কতজন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উদ্যোগ নিয়ে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভার্চুয়াল বৈঠকের জন্য আমন্ত্রণ জানালেন। মূলত, বিজেপি বিরোধীতার লক্ষ্যে আগামী দিনে কিভাবে একসাথে কাজ করা যায়, সেই বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিজেপি বিরোধিতায় মহাজোট গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!