এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি বিরোধী পোষ্টার ঘিরে তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিজেপি বিরোধী পোষ্টার ঘিরে তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে শনশন বেগে বইছে ভোটের হাওয়া। ভোট সামনে আসতেই শুরু হয়ে গেছে ব্যাপক তোড়জোড় রাজ্য জুড়ে। ইতিমধ্যে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রাজ্য জুড়ে চলছে বাংলার মসনদ দখলের হাড্ডাহাড্ডি লড়াই। শাসক-বিরোধী উভয় শক্তি সমানে টক্কর দিচ্ছে। তবে এরই মাঝে বিতর্ক ছড়ালো অন্য একটি কান্ডে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের কাজ করার জন্য প্রশিক্ষণ চলছে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে।

বৃহস্পতিবার সেখানে প্রথম প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনেই স্কুলের বাইরে প্রবেশ পথের পাশে দেখা গেল লাল-সাদা পোস্টারে বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আবেদন করা হয়েছে। আর এই পোষ্টার ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। একদিকে যেরকম গেরুয়া শিবির এই ঘটনার দায় চাপিয়েছে শাসক শিবিরের কাঁধে। ঠিক সেভাবেই শাসক শিবির বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রের ফল এটি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনিল গুপ্তা জানিয়েছেন, রাজ্যজুড়ে মানুষের আস্থা বাড়ছে গেরুয়া শিবিরের প্রতি। আর তাই ভয় পেয়ে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এ ধরনের কাজ করেছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় গেরুয়া শিবিরের ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে। অন্যদিকে একই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের কাজ করা হয়নি।

তিনি আরও জানান, গেরুয়া শিবিরের প্রতি ক্ষুব্ধ যারা, তারাই এ ধরনের পোস্ট দিয়েছেন। পাশাপাশি তিনি গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের উল্লেখ করে মন্তব্য করেন। একুশের বিধানসভা নির্বাচন যেখানে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, সেখানে এ ধরনের ঘটনা যে বিতর্কের পারা চড়াচ্ছে বলে দাবী রাজনৈতিক মহলের অনেকেরই। বিজেপি বিরোধী পোষ্টার ঘটনার জেরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। আপাতত এই ঘটনার পেছনে কে বা কারা, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!