এখন পড়ছেন
হোম > জাতীয় > এই রাজ্যেও বড়সড় জয় পেলো বিজেপি, কপালে ভাঁজ শাসকদলের

এই রাজ্যেও বড়সড় জয় পেলো বিজেপি, কপালে ভাঁজ শাসকদলের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হায়দ্রাবাদের পর এবার রাজস্থান। কিছুদিন আগে হায়দ্রাবাদে পুরনিগমের নির্বাচনে বিজেপি জয় না পেলেও তারা যে বেশ এগিয়ে রয়েছে সেটাই জানা গিয়েছিল। এবার সেখানে রাজস্থানের পঞ্চায়েত সমিতির নির্বাচনে নতুন করে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। জানা গেছে, গতকালের কৃষকদের ডাকা ভারত বনধের কারণে অতিরিক্ত সুরক্ষার সঙ্গে ভোট গণনা শুরু হয়েছে।

রাজস্থানের ২১ টি জেলার ৬৩৬ টি জেলা পরিষদ আর ৪ হাজার ৩৭১ টি পঞ্চায়েত সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে বলে জানা গেছে। যদিও পরিসংখ্যান অনুযায়ী, জেলা পরিষদে কংগ্রেস এগিয়ে রয়েছে, তবুও বিজেপি কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেখানে এখনও পর্যন্ত জানা পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস ২৪৭ আর বিজেপি ২১৮ টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

এছাড়াও জেলা পরিষদের ২৩ টি আসনে কংগ্রেস, ১৯ টি আসনে বিজেপি আর ২ টি আসনে ইতিমধ্যেই অন্যান্যরা জয় লাভ করেছে। যদিও এবারের লড়াই বিজেপি আর কংগ্রেসের মধ্যেই হচ্ছে বলেই মনে করেছিলেন বিশ্লেষকেরা। বস্তুত, হায়দ্রাবাদ নির্বাচনের পর সবার নজর এই নির্বাচনের ফলাফলের দিকে রয়েছে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে জানা গেছে, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতির সদস্যের জন্য চার দফায় ভোট হয়েছিল রাজস্থানে। সেখানে ৬৩৬ টি জেলা পরিষদ আসনের জন্য ১ হাজার ৭৭৮ জন প্রার্থী আর ৪ হাজার ৩৭১ পঞ্চায়েত সমিতির আসনের জন্য ১২ হাজার ৬৬৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। আর এই নির্বাচনের পরিনামে রাজস্থানের গ্রামীণ এলাকায় কার শক্তি বেশি সেটা বিধানসভা নির্বাচনের আগে স্পষ্ট হয়ে যাবে বলে জানান হয়েছিল।

যদিও এই বিষয়ে রাজস্থানের অশোক গেহলট সরকার, বিজেপির বিরুদ্ধে সরকার ভাঙার প্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেছিলেন যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এভাবেই দেখে নেওয়ার চেষ্টা করছে যে বিভিন্ন গ্রামীণ স্তরে কার প্রভাব কতটা। সেখানে এই নির্বাচনগুলো সমস্ত রাজনৈতিক দলগুলির কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!