এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের সামনে “চ্যালেঞ্জ” আরও কঠিন করতে ভিন রাজ্যের বিজেপির হেভিওয়েট ভোট- ম্যানেজাররা এবার বাংলামূখী

তৃণমূলের সামনে “চ্যালেঞ্জ” আরও কঠিন করতে ভিন রাজ্যের বিজেপির হেভিওয়েট ভোট- ম্যানেজাররা এবার বাংলামূখী

এবারের লোকসভা নির্বাচনে বাংলাকেই মূল পাখির চোখ করা বিজেপির পক্ষ থেকে বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে সিংহভাগ আসন তারা দখল করবে বলে নানা দাবি করলেও তৃণমূলের পক্ষ থেকে বারে বারেই বিজেপির সেই দাবিকে উড়িয়ে দিয়ে বাংলায় বিজেপির কোনো সংগঠন নেই বলে পাল্টা খোঁচা দেওয়া হয়েছে। তবে সমস্ত কিছু সময় বলবে বলে পাল্টা জানিয়ে দিয়েছে গেরুয়া শিবিরও। ইতিমধ্যেই রাজ্যে দু’দফায় পাঁচটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে।

আর যত দিন যাচ্ছে, ততই রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে লড়াইটা আরও কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করতে শুরু করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কেননা ইতিমধ্যেই আগামী পাঁচ দফার নির্বাচন উপলক্ষে রাজ্যের বিজেপি নেতৃত্বকে সাহায্য করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ভোট ম্যানেজারদের বাংলায় নিয়ে আসছে গেরুয়া শিবির বলে জানা গেছে। সূত্রের খবর, গত বুধবার উত্তরাখণ্ড থেকে বিজেপির ১৯ সদস্যের একটি দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে। আর এই দলে থাকা বিভিন্ন ব্যক্তিদের ইতিমধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোট ম্যানেজার হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে উত্তরপ্রদেশ থেকে আসা বিজেপি নেতাদের রাজ্যের হিন্দিভাষী অধ্যুষিত এলাকায় এবং ত্রিপুরা, অসম থেকে আসা নেতাদের বাংলাভাষী এলাকায় সংগঠনের কাজে জোর দেওয়া এবং ভোটব্যাঙ্ককে শক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে ভিন রাজ্য থেকে নেতা-নেত্রীদের এরে দলীয় সংগঠন ও ভোটব্যাঙ্ককে শক্তিশালী করার কাজে জোর দেওয়া শুরু হলেও ভিনরাজ্য থেকে আসা এই সমস্ত নেতারা স্থানীয় ইস্যু সম্পর্কে কি আদৌ ওয়াকিবহাল? আর যদি তারা স্থানীয় ইস্যু সম্পর্কে ওয়াকিবহালই না হন, তাহলে তারা কিভাবে ভোটব্যাংককে শক্ত করবেন?

এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিভিন্ন রাজ্য থেকে আসা নেতাকর্মীদের প্রচারের কাজে ব্যবহার করা হবে না। তারা ব্যাক অফিস এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রাজ্য নেতৃত্বকে সঠিক পথে চালনা করবেন।” সূত্রের খবর, ত্রিপুরায় বামেদের দুর্গ ধ্বংসের পেছনে বিজেপির যে নেতা সব থেকে বেশি ঘুঁটি সাজিয়েছিলেন, তাঁকেও এবার রাজ্যে এনে নিজেদের ভোটব্যাঙ্ককে শক্ত করতে পারে বিজেপি। ফলে, নতুন করে উৎসাহের জোয়ার গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে। কেননা, যিনি ত্রিপুরায় প্রায় শূন্য থেকে শুরু করে দলকে ক্ষমতায় এনেছেন – তিনি বাংলার সম্ভবনাময় জমিতে ভালো কিছুই করবেন বলে ধারণা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় বিজেপির সংগঠন নেই বলে এতদিন তৃণমূলের পক্ষ থেকে সেই গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়া হয়েছে। আর তাই এবার ভিন রাজ্যে বিজেপির জয়ের পেছনে যে সমস্ত মাথা কাজ করছে, সেই সমস্ত ব্যক্তিদেরই রাজ্যে নিয়ে এসে আগামী পাঁচ দফায় নিজেদের ভোটব্যাংককে আরো শক্ত করার দিকে নজর দিল গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই পদক্ষেপের ফলে অনেকটাই চাপে ফেলে দেওয়া যাবে বলে মনে করছে গেরুয়া শিবির। তবে, তৃণমূল কংগ্রেসের মত শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী ২৩ শে মে পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!