কোচবিহারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন দলের বহিস্কৃত নেতা, জল্পনা তুঙ্গে উত্তরবঙ্গ রাজ্য March 23, 2019 আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রবল সমস্যা তৈরি হল কোচবিহার লোকসভা কেন্দ্রটি নিয়ে। কেননা এই লোকসভা কেন্দ্রে কিছুদিন আগেই তৃণমূলের হেভিওয়েট জেলা নেতা হিসেবে পরিচিত নিশীথ প্রামাণিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আর তারপর থেকেই বিভিন্ন মহলে জল্পনা উঠতে শুরু করে যে, আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে সেই নিশীথ প্রামাণিকই হতে পারেন বিজেপি প্রার্থী। যা নিয়ে দলের অন্দরে একাংশের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর গত 21 তারিখ রাতে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণায় সেই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নিশীথ প্রামানিকের নাম ঘোষণা করার পর থেকেই জেলা বিজেপির নেতা কর্মীদের একাংশ নিজেদের ক্ষোভ চেপে রাখতে না পেরে সদ্য তৃণমূল থেকে আসা নেতা কে কেন এইভাবে টিকিট দেওয়া হল তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি স্মাগলিং, গরু পাচার, নারী পাচার এবং বে-আইনি ব্যবসার সঙ্গে জড়িত এই নিশীথ প্রামাণিকের বদলে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মনকে প্রার্থী করার দাবি জানায় বিজেপির একাংশ। তবে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেননের হস্তক্ষেপে গোটা বিষয়টি আয়ত্তে আসলেও এবার সেই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপির বহিস্কৃত নেতা অশোক সরকার। সূত্রের খবর, এদিন ফেসবুকে তিনি লেখেন, “কোচবিহারের বিজেপি প্রার্থী নারী পাচার ও স্মাগলিংয়ে অভিযুক্ত। আর এই মর্মে তাকে মোদিবাবুর সিবিআই একটি নোটিশও দিয়েছিল।” সব মিলিয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে প্রকাশ্যে এইরূপ অভিযোগ এনে বিজেপির বহিস্কৃত নেতা অশোক সরকার এই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়ে যে জটিলতা একটু হলেও বাড়িয়ে দিলেন সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। আপনার মতামত জানান -