বালুরঘাটের বিজেপির প্রার্থীর মনোনয়ন জমার দিনেই কার্যত জনজোয়ারে স্তব্ধ শহর উত্তরবঙ্গ রাজ্য April 2, 2019 ভোটের ফলাফল ঘোষণা হতে এখনো দেরি আছে বহু দিন। আগে নির্বাচন, তারপরে তো ভোটের দিন ঘোষণা। আর সেই নির্বাচনের আগে প্রাথমিক কাজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই যেন বিজয় মিছিলের কায়দায় প্রবল উচ্ছাসে মাঠে নেমে পড়ল গেরুয়া শিবির। সূত্রের খবর, সোমবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে শতাধিক ঢাক ও প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন। জানা গেছে, এদিন দক্ষিন জেলা বিজেপির পুরাতন পার্টি অফিস হিলি মোড় থেকে প্রায় হাজার কুড়ি দলীয় সমর্থক নিয়ে বর্ণাঢ্য মিছিল করে বিজেপি। আর 12 টা থেকে শুরু হওয়া এই মিছিলে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার, বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। এদিকে কর্মব্যস্ততার দিনে সপ্তাহের প্রথম দিন সোমবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের মনোনয়ন জমা দেওয়ার পর্বে সুবিশাল মিছিলে স্তব্ধ হয়ে যায় গোটা বালুরঘাট শহর। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে, এদিন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে আসার আগে বালুরঘাট হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে সেখানে হাজিরা দেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আর তারপরই বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যখন বালুরঘাট বাস স্ট্যান্ডের মোটরকালীবাড়ি মোড়ে পুজো দিচ্ছিলেন, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয়ে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে সুবিশাল মিছিল শুরু হয়। যা জেলার প্রশাসনিক ভবন পর্যন্ত যায়। এদিকে বিজেপির এই মিছিলের জেরে বাসস্ট্যান্ড থেকে বের হওয়া অনেক গাড়িই আটকে যেতে শুরু করে। চরম হেনস্তার শিকার হন দূরপাল্লার যাত্রীরা বলে অভিযোগ। রাজনৈতিক মহলের একাংশের মতে, বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ যেদিন মনোনয়ন দিয়েছিলেন সেদিন খুব বেশি হলে তার সাথে হাজার দুয়েক লোক ছিল। কিন্তু এদিন যেভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে গোটা শহর জুড়ে প্রায় কুড়ি হাজারের বেশি কর্মী সমর্থক এবং শতাধিক ঢাকের মাধ্যমে মিছিল হল, তা দেখে অনেকেই মনে করছেন যে, এই বালুরঘাট লোকসভা কেন্দ্র দখল বিজেপির কাছে শুধুই সময়ের অপেক্ষা। তবে কি হবে তা বলবে আগামী 23 মে। আপনার মতামত জানান -