এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির এই প্রার্থীকে “আটকাতে” মরিয়া শাসকদল, প্রয়োজনে সুপ্রিম কোর্টে – দাবি গেরুয়া শিবিরের

বিজেপির এই প্রার্থীকে “আটকাতে” মরিয়া শাসকদল, প্রয়োজনে সুপ্রিম কোর্টে – দাবি গেরুয়া শিবিরের

রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী আদৌ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারবেন কিনা এখন তা নিয়েই তীব্র জল্পনা শুরু হয়েছে সব মহলে। জানা গেছে, মুকুটমণি অধিকারী একজন সরকারি চিকিৎসক। ফলে সরকারি চাকরি করার দরুন তিনি নির্বাচনে লড়তে পারেন না এটাই নিয়ম।

তবে প্রার্থী হওয়ার পর তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে আবেদনপত্র জমা করলেও এখনও পর্যন্ত তার আবেদন পত্র গৃহীত হয়নি বলেই জানা গেছে। ফলে আগামী 9 এপ্রিল এই রানাঘাট লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আর তার মধ্যে যদি বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী তার চাকরি থেকে ইস্তফা দিতে না পারেন তাহলে তার মনোনয়নপত্র আদৌ মঞ্জুর হবে কিনা তা নিয়ে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে সব মহলে। অনেকে বলছেন, আসলে এগুলো সবই শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। কেননা কোনো ব্যক্তি তার চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য আবেদন পত্র জমা দিলে রাজ্য সরকারকে সেই আবেদন পত্র মঞ্জুর করতে হয়।

কিন্তু তা না করে আদতে ঢিলেমি করে মনোনয়নপত্রের দিন পার করে দিয়ে বিজেপি প্রার্থীকেই বিপাকে ফেলার চেষ্টা করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির নীচুতলার কর্মী সমর্থকদের। এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত মুকুটমণি অধিকারের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলেই খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজ্য সরকার তার পদত্যাগপত্র গৃহীত না করলে বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। পাশাপাশি নিয়ম মেনে আগামী মঙ্গলবারের মধ্যেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেবেন বলেও জানিয়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে এই গোটা বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী।

তিনি বলেন, “আমি পেশায় একজন সরকারি চিকিৎসক। কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। আর সেই অনুযায়ী রাজ্য সরকারের কাছে চাকরি থেকে ইস্তফা দিতে চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু রাজ্যের তরফে আমার সেই আবেদন পত্র এখনও মঞ্জুর করা হয়নি। আমাকে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে হচ্ছে। আমার এই বিষয়টি নিয়ে বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্ব দৌড়ঝাঁপ করছে। আশা করছি খুব শীঘ্রই সবুজ সংকেত পাব।”

সব মিলিয়ে এবার মনোনয়ন পত্রের পেশের দিন চলে এলেও শেষ পর্যন্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারীর চাকরি থেকে ইস্তফার আবেদনপত্র রাজ্য সরকার ঠিক কবে গ্রহণ করেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!