প্রচারে বেড়োতেই বিজেপি কর্মীকে বেধড়ক মার, গুরুতর আহত চোখ, অভিযোগ শাসকের বিরুদ্ধে রাজ্য May 5, 2018 ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে মালদহর বামনগোলা থানার কাশিপুরে দুষ্কৃতিদের হামলায় আহত হলেন এক বিজেপি কর্মী। এদিনের ঘটনায় সন্দেহের তীর শাসকদলের দিকে। অভিযোগ উঠেছে আহত বিজেপির কর্মী পরশুরাম সরকার(৪৫) -কে লোহার রড, লাঠি দিয়ে রাস্তার মধ্যেই মারধর করা হয়। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে গুরুতর আহত অবস্থায় এদিন তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিনের হামলায় আহত বিজেপি কর্মী পরশুরাম সরকারের চোটে চোখে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। বিজেপি দলীয় সূত্রে জানা গেছে পরশুরাম সরকার ওই এলাকার জেলা পরিষদের বিজেপির প্রার্থী কাঞ্চনা সিং মণ্ডলের হয়ে প্রচারে গিয়েছিলেন। এদিন দুষ্কৃতিদের হামলা চলাকালীন আক্রান্ত পরশুরাম সরকারের চিৎকারে এলাকার স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে। সেই সুযোগে পালিয়ে যায় আক্রমনকারীরা। বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। অবশ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনার মতামত জানান -