এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি প্রার্থীর প্রতীক ‘হাত-চিহ্ন’ তীব্র চাঞ্চল্য উত্তরবঙ্গে

বিজেপি প্রার্থীর প্রতীক ‘হাত-চিহ্ন’ তীব্র চাঞ্চল্য উত্তরবঙ্গে

বিজেপির প্রতীক বিভ্রাটকে কেন্দ্র করে নয়া রঙ্গ দেখা গেলো উত্তরবঙ্গে। এদিনের ঘটনার জেরে বিজেপির তরফে যোগাযোগ করা হয় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। কী হয়েছিলো এদিনে ? বৃহস্পতিবার কোচবিহারে ছিল ইডি (ইলেকশন ডিউটি) ভোট। বিজেপি এবং প্রশাসন সূত্রের খবর ব্যালট পেপার হাতে পাওয়ার পর দেখা যায় মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির ১৬ নম্বর আসনে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের নামের পাশে প্রতীক চিহ্ন পদ্মের বদলে রয়েছে হাত চিহ্ন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে মাথাভাঙা-২ ব্লকের বিডিও’র কাছে দরবার করা হয়। চটজলদি ত্রুটি পূর্ণ ব্যালট এর পরিবর্তন করে নতুন ব্যালট ছাপিয়ে তারপর ইডি ভোট নেওয়া হয়। এই প্রসঙ্গে কোচবিহার জেলাশাসক কৌশিক সাহা বললেন, ” কোনও কারণে এই ভুল হয়েছে। ভুলটি সামনে আসার পর নতুন ব্যালটে ভোট করা হয়েছে।” অবশ্য বিজেপি জেলা সম্পাদক মনোজ ঘোষ এদিনে ঘটনার তদন্তের দাবি করে বললেন, “যখন প্রথমে নমুনা কপি দেওয়া হয়, সেখানে বিজেপির প্রার্থীর প্রতীক ঠিক থাকলেও পরে ব্যালটে তা ভুল দেখা যায়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!