এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বন্দুকের ‘কার্তুজ’ কিনতে গিয়ে গ্রেপ্তার বিজেপি প্রার্থী, চক্রান্ত দেখছে গেরুয়া শিবির

বন্দুকের ‘কার্তুজ’ কিনতে গিয়ে গ্রেপ্তার বিজেপি প্রার্থী, চক্রান্ত দেখছে গেরুয়া শিবির


হাওড়া থানার পুলিশের হাতে বন্দুকের ‘কার্তুজ’ কেনার সময় ‘হাতেনাতে’ ধরা পড়লেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী অনিল রজক। পুলিশের অভিযোগ, অনিলবাবু গত মঙ্গলবার রাতে হাওড়া স্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে এক ব্যক্তির কাছ থেকে কার্তুজ কিনছিলেন, সেই সময়েই তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। যদিও, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনার পিছনে গভীর চক্রান্ত দেখছে গেরুয়া শিবির। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিও নেওয়া হয়েছে বিজেপির তরফে বলে জানা গেছে।

বিজেপি নেতাদের বক্তব্য, অনিল রজক বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য শাসকদলের দুষ্কৃতিদের তরফে হুমকি আসছিল। কিন্তু তবুও অনিলবাবু প্রার্থীপদ প্রত্যাহার না করায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রাতে দলীয় কার্যালয়ে যাবার পথে তাঁকে সাদা পোশাকের পুলিশেরা গ্রেপ্তার করে, এখন মিথ্যা মামলা সাজানোর চেষ্টা চলছে। অনিল রজক যদি কার্তুজই কিনতে যায় তাহলে যাঁর থেকে কিনতে গিয়েছিলেন তাঁকে কেন গ্রেপ্তার করল না পুলিশ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!