বাড়িতেই মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েতের আদিবাসী প্রার্থী রাজ্য May 3, 2018 বাঁকুড়ার ইন্দপুর থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের আগেই গ্রেফতার হলেন বিজেপি প্রার্থী সরস্বতী সরেন। অভিযোগ উঠেছে বাড়িতেই মদ বিক্রি করতেন তিনি।এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের বনদেউলী গ্রাম সংসদ থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি।এদিন রাতে গ্রেফতার হন তিনি।এদিন খাতড়া মহাকুমা মহাকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক সূত্রের খবর থেকে। এই ঘটনা ছাড়াও ভোট মনোনয়ন পর্বে জেলা সাধারণ সম্পাদক লক্ষণ মন্ডলের ছেলে বিজেপি কর্মী রাহুল মন্ডলকে ইন্দপুর পুলিশ গ্রেফতার করেছিলো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার অভিযোগে। তবে জামিনে মুক্ত আছেন তিনি বর্তমানে এমনটাই জানা গেছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এ ঘটনাকে গেরুয়া শিবির রাজনৈতিক ষড়যন্ত্র বলেই বর্ননা করছে। তাঁদের দাবী তৃণমূল তাঁদের পরাস্ত করতে পারবে না জেনেই পরিকল্পনা করে পুলিশকে দিয়ে তাঁরা বিজেপি প্রার্থীদের এভাবে আক্রমণ করছে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে বিজেপি বাঁকুড়া জেলা সভাপত বিবেকানন্দ পাত্র অভিযোগে জানান,”শাসকদল নিজেরাই রাতের অন্ধকারে আমাদের প্রার্থীর বাড়িতে মদ রেখে পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে। যে সমস্ত প্রার্থীকে তারা ভয় দেখিয়ে, জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করাতে পারেনি তাদেরকেই এইভাবে পুলিশকে দিয়ে হেনস্থা করাচ্ছে।”বিজেপি এই ঘটনার প্রতিবাদে সমগ্র জেলায় তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও তিনি জানিয়েছেন। যদিও স্থানীয় তৃনমূল নেতৃত্বরা বিজেপির এই অভিযোগকে নাকচ করে দিয়ে বলেছেন বেআইনি কাজ করলে কেউই নিস্তার পাবে না তিনি যে দলেরই হোন না কেন! আইন আইনের পথেই চলবে।পুলিশের তরফ থেকে এ বিষয়ে করা মন্তব্যকেও অস্বীকার করা হয়েছে। আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/ আপনার মতামত জানান -