পঞ্চায়েত মিটতেই ‘নিজের ভুল’ বুঝতে পেরে মুচলেকা দিয়ে শাসকদলে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা রাজ্য May 21, 2018 এক অভিনব ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের শান্তিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের মানুষ জন। সেখানেই এলাকাবাসী কে স্তম্ভিত করে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামলেন এক বিজেপি প্রার্থী। কোলাঘাটের শান্তিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের এই বিজেপি প্রার্থীর নাম মীনা ভৌমিক। জানা গিয়েছে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে, বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র প্রত্যাহার না করেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে শান্তিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধিবাসী মীনা ভৌমিক এবং তাঁর স্বামী রবীন্দ্রনাথ ভৌমিক দুজনেই তৃণমূল কংগ্রেস দলের সদস্য ছিলেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে পরে মীনাদেবী শান্তিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের ১৩ নং আসনে গুলুরিয়া গ্রামে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো শনিবার । ঐদিনই বিজেপি প্রার্থী মীনাদেবী স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ সেলিম আলির কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শুধু তাই নয়, বুথ এলাকায় লিফলেট দিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা করেন যে, তিনি বিজেপি প্রার্থী হলেও তৃণমূল দলের সঙ্গে থেকে উন্নয়নের সঙ্গী হতে চান। মীনা দেবী বিজেপি দলকে লেখা এক চিঠিতে জানিয়েছেন একদা তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা কর্মীর কাজে অসন্তুষ্ট হয়ে তিনি তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন । কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেস দলে ফিরে গেলেন। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বললেন, “জেলা জুড়ে তৃণমূল সন্ত্রাস চালিয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়েছে। মীনা ভৌমিক মনোবল শক্ত করে রেখেছিলেন। কিন্তু শেষ মূহূর্তে হুমকির ফলে মাথা নত করতে বাধ্য হয়েছেন।” আপনার মতামত জানান -