এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় বেধড়ক মার বিজেপি প্রার্থীর স্বামী ও এজেন্টকে

ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় বেধড়ক মার বিজেপি প্রার্থীর স্বামী ও এজেন্টকে


রাজ্যে পঞ্চায়েত ভোটগ্রহণ ঘিরে একের পর এক অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদলের দিকে। উত্তর ২৪ পরগনার ব্যরাকপুর ২ নম্বর ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপি প্রার্থীর স্বামী ও তাঁর এজেন্টকে ব্যাপক মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির তরফে অভিযোগ, বুথে ব্যাপক ছাপ্পা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাতে বাধা দিতে গেলে বিজেপির প্রার্থী শ্রাবন্তী জানার স্বামী আলোক জানাকে ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, সেখানেও তাকে আবার মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নি বলে বিজেপির তরফে অভিযোগ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!