ভোটের লাইনেই টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে জাতীয় বিশেষ খবর December 9, 2017 গুজরাটের আজ প্রথম দিনের ভোটগ্রহণ মতের উপর শান্তিপূর্ণ, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এর মধ্যে সবথেকে বড় অভিযোগ হল বিজেপি প্রার্থীর আত্মীয়ের বিরুদ্ধে ভোটের লাইনেই টাকা ছড়িয়ে ভোটারকে প্রভাবিত করার অভিযোগ। কংগ্রেসের এক নেতার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিও থেকে দেখা যাচ্ছে, ভালসাদ জেলার পারদি বিধানসভার উমারসাদি গ্রামে ভোটারদের হাতে গুঁজে দেওয়া হচ্ছে ১০০ টাকার নোট এবং সেই নোট দিচ্ছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কানুভাই মোহনলাল দেশাইয়ের এক আত্মীয়, সঙ্গে বিজেপি প্রার্থীকেই ভোট দিতে নির্দেশ। এরপর কংগ্রেস দ্রুত জেলাশাসকের কাছে ওই ভিডিও পেশ করে, কিছুক্ষনের মধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত ধুরু হলে কিছুক্ষণের মধ্যে ওই বিজেপি প্রার্থীর আত্মীয়কে গ্রেপ্তার করা হয়, এবিষয়ে এখনো বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি, সমগ্র ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন স্বয়ং প্রার্থী কানুভাই দেশাইও। আপনার মতামত জানান -