এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অনুব্রত মন্ডলের কথা সত্যি করে প্রার্থী প্রত্যাহার বিজেপির, বিনাযুদ্ধেই ফার্স্টবয় কেষ্ট

অনুব্রত মন্ডলের কথা সত্যি করে প্রার্থী প্রত্যাহার বিজেপির, বিনাযুদ্ধেই ফার্স্টবয় কেষ্ট


‘কথা রাখলেন’ বীরভূমের ‘বেতাজ বাদশা’ তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। বীরভূম জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে অনুব্রত মন্ডলের ‘উন্নয়নের’ জোরে ৪১ আসনেই কোনো প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। একটিমাত্র আসনে ‘ভুল করে’ মনোনয়ন জমা দিয়ে ফেলেন বিজেপি প্রার্থী চিত্রলেখা রায়। কিন্তু মনোনয়ন পর্ব শেষ হতেই অনুব্রতবাবু গর্বের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ‘নিজের ভুল’ বুঝতে পারবেন বিজেপি প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘উন্নয়ন’ এবার দেখতে পাবেন, ফলে জেলা পরিষদের একমাত্র বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর তাঁর দাবিকে মান্যতা দিয়ে বীরভূম জেলা পরিষদে বিজেপির তথা বিরোধীদের একমাত্র প্রার্থী, তথা সবেধন নীলমণি মনোনয়ন প্রত্যাহার করার আবেদন জমা দিলেন। বীরভূমের মহকুমা শাসক কৌশিক সিংহ নিজেই সে কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। অর্থাত্‍ বীরভূম জেলা পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীশূন্য করে ফেললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি প্রিয় ভাই কেষ্ট। স্থানীয় সূত্রের খবর, দলীয় সঙ্গীসাথী নয়, চিত্রলেখাদেবী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গেই আজ সকালে মহকুমা শাসকের দফতরে যান। তাঁদের সামনেই মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র মহকুমা শাসকের হাতে তুলে দেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!