এখন পড়ছেন
হোম > জাতীয় >  বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হল – জেনে নিন

 বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হল – জেনে নিন


আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে তা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হলে নয়াদিল্লির কেন্দ্রীয় অফিস থেকে এই লোকসভা নির্বাচনের মাঝেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে 18 টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

সূত্রের খবর, আসন্ন অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে 16 আসনে এবং সিকিমের 12 টি আসনে এদিন নিজেদের প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, এই অরুনাচল প্রদেশের 60 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 54 টি আসনে বিজেপি আগেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেও বাকি ছিল মোটে 6 টি আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সেই বাকি 6 টি আসনেও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তারা। যার মধ্যে রয়েছে কালাকটং, ইটানগর, দইমুখ, ন্যাপিন, তালি এবং মারিয়াংয়ের মত কেন্দ্রগুলি। অন্যদিকে 32 আসনবিশিষ্ট সিকিমের বিধানসভা নির্বাচনে এদিন 12 টি আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।

সিকিমের এই আসন গুলি হল, গ্যালসিং, রিনচেনপং, ডারামডিং, মেল্লি, খানডং-সিংতাম, পশ্চিম পেন্ডাম, রেহনক, চুজাচেন, নামচেবুং, মারতাম-পুমতেক, আরিথাং এবং গ্যাংটকের মত কেন্দ্রগুলি। সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সাথেই অনুষ্ঠিত হওয়া দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!