এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পদযাত্রায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ঘুরলেন বাইক ও গাড়িতে! জমায়েত কম নিয়ে বাড়ছে জল্পনা

পদযাত্রায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ঘুরলেন বাইক ও গাড়িতে! জমায়েত কম নিয়ে বাড়ছে জল্পনা


সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলাতেই বিজেপির গান্ধী সংকল্প যাত্রা চলছে। যেখানে অংশ নিয়ে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সদ্য লোকসভা নির্বাচনে বিজেপির 18 জন সাংসদ পা মেলাচ্ছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সংকল্প যাত্রায় দলীয় কর্মীদের সাথে পা না মিলিয়ে মাঝেমধ্যেই গাড়ি এবং মোটরবাইক করে সেই সংকল্প যাত্রা পালন করতে দেখা গেল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে।

যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে জেলাজুড়ে গান্ধী সংকল্প যাত্রা পালন করা হলেও এবং সেখানে স্বয়ং সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকলেও দলীয় কর্মী-সমর্থকদের অনুপস্থিতি ব্যাপক পরিমাণে নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

জানা গেছে, শনিবার রায়গঞ্জের চন্ডীতলা থেকে রায়গঞ্জ শহর হয়ে সুভাষগঞ্জ হয়ে বাহিন গ্রাম পঞ্চায়েতের চাপদুয়ার পর্যন্ত বিজেপির গান্ধীর সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রথমে এই কর্মসূচিতে 200 মানুষের মিছিল দিয়ে তা শুরু হলেও বেশ কিছুক্ষণ পরেই কর্মী-সমর্থকদের ভিড় কমতে শুরু করে। চন্ডীতলা থেকে এই গান্ধী সংকল্প যাত্রা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সুচনা করলেও মোহনবাটি বাজার পর্যন্ত দেবশ্রী দেবী হেঁটে যাওয়ার পরই হঠাৎই তিনি নিজের গাড়িতে করে মিছিল শেষ হওয়ার জায়গা চাপদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন।

আর এরপরই সুভাষগঞ্জ বাজারে গিয়ে নিজের কনভয় দাঁড় করিয়ে সেখানে একটি দোকান থেকে পান খেয়ে এলাকার মানুষের অভাব, অভিযোগ শোনেন তিনি। রাস্তাঘাট নিয়ে এলাকার বাসিন্দারা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে গেলে দুটো বছর বাদে যখন বিজেপি সরকার আসবে, তখন সমস্ত কাজ করে দেওয়া হবে বলে জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ।

আর এপর বিজেপির এক কর্মীর মোটর বাইকে চেপে গার্লস স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে গার্লস স্কুলের মাঠ থেকে মোটরবাইক চেপে ফের বাজারে আসেন দেবশ্রী দেবী। পরবর্তীতে মিছিল যখন একদম শেষের সময়, ঠিক তখনই সেই মিছিলে 5 জনের বেশি মহিলা দেখা যায়নি। অন্যদিকে পুরুষের সংখ্যাও কমে আসতে শুরু করে। আর এই অল্প সংখ্যক মানুষের মধ্যেই চাপদুয়ারে বক্তব্য রাখতে হয় দেবশ্রী চৌধুরীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছেন, যেখানে বিজেপির তরফে এই সংকল্প যাত্রায় কর্মীরা হাঁটছেন, এখানে কেন নেতা, মন্ত্রী-সাংসদেরা হাঁটতে পারছেন না! তাহলে এই সংকল্প যাত্রা আয়োজন করে লাভটা কি! অনেকেই বলছেন, যদি নেতা, মন্ত্রী, সাংসদের বিজেপির কর্মীরা এই সংকল্প যাত্রায় হাঁটতে না দেখে স্বাভাবিকভাবেই তারাও যে সেই কর্মসূচিতে হাটবে না, তা এদিন উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত এই সংকল্প যাত্রা থেকেই পরিষ্কার হয়ে গেল।

কিছু যে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির ভোটবাক্স ভরে উঠেছিল, সেখানে বিজেপির এই গান্ধী সংকল্প যাত্রায় এত লোকের সংখ্যা কম নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর না হাটাকে দায়ী করা হলেও অন্য কথা বলছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নির্মল দাম।

এদিন তিনি বলেন, “বিকেল সাড়ে তিনটায় সভা হওয়ার কথা ছিল। কিন্তু বেলা দুটোর সভা হওয়ায় অনেকেই আসতে পারেনি।” তবে নির্মলবাবু যাই বলুক না কেন, নেতাদের দেখেই যে কর্মীরা এগোয়, সেই নেতারাই যদি সংকল্প যাত্রায় না হেঁটে বাইক অথবা গাড়ি ব্যবহার করে যাত্রার শেষ প্রান্তে পৌঁছে যান, তাহলে কর্মীরা যে সেই যাত্রায় ঠিকমতো অংশগ্রহণ করবে না, তা তো স্বাভাবিক ব্যাপার।

সেক্ষেত্রে কেন উত্তর দিনাজপুর জেলায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কর্মীদেরকে সাথে নিয়ে নিজের দু পা চালাতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!