এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মানুষ পরিবর্তনের জন্য খুবই আগ্রহী, ২১-এ ধুয়ে মুছে যাবে তৃণমূল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

মানুষ পরিবর্তনের জন্য খুবই আগ্রহী, ২১-এ ধুয়ে মুছে যাবে তৃণমূল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর


রাজ্যে বিজেপি ও তৃণমূল সংঘাত যত দিন যাচ্ছে, ততই বাড়ছে। 2019 এর লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সেই অর্থে ভালো ফলাফল করতে পারেনি। পশ্চিমবঙ্গের 42 টি লোকসভার মধ্যে তৃণমূল জেতে মোটে 22 টি আসনে। অন্যদিকে 2014 থেকে 2019 এর মধ্যে বিজেপি শুধুমাত্র সংগঠনের জোরে পশ্চিমবঙ্গে আসন বাড়িয়েছে 18য়। বিজেপির এবারের লক্ষ্য 2021 এর বিধানসভা ভোট।

স্বাভাবিকভাবেই লোকসভা ভোটে জিতে বিজেপির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই এদিন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী দাবি করলেন, মানুষ পরিবর্তনের জন্য আগ্রহী। তাই 2021 এ ধুয়ে মুছে যাবে তৃণমূল। কালীপুজোর আগের দিন সন্ধ্যায় নৈহাটিতে কালী পুজো উদ্বোধন করতে এসে রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

রীতিমত আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, ‘রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করছে বলেই, রাজ্যপালকে ভয় পাচ্ছে। আর তাই রাজ্যপালের সঙ্গে তাদের সংঘাত সৃষ্টি হচ্ছে।’ প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের 38 তম কালী পুজোর উদ্বোধন করতে আসেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভানেত্রী ফাল্গুনী পাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই মন্ডপের। এই পুজোর থিম পরীর দেশে। মন্দিরের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে মূর্তি। আর সেই পুজোর আবহে দাঁড়িয়েও, এদিন তৃণমূলকে বিঁধতে ছাড়েননি রায়গঞ্জ থেকে প্রথমবার সাংসদ হয়েই, কেন্দ্রে মন্ত্রী হয়ে যাওয়া দেবশ্রী চৌধুরী। রীতিমত ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে রাজ্য অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেছে। মা কালী যেন অন্ধকারাচ্ছন্ন রাজ‍্য ও রাজ্যবাসীকে আলোয় ফিরিয়ে দেয়।’

তিনি আরো বলেন, ‘রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য খুবই আগ্রহী। আর তার ফল 2021 এ সবাই দেখতে পারবে ধুয়ে মুছে যাবে তৃণমূল। রাজ্যের তৃণমূল সরকার স্বৈরাচারী হয়ে উঠে সংবিধান বিরোধী অনেক কাজ করছে আর তারা রাজ্যপালকে ভয় পাচ্ছেন কারণ বর্তমান রাজ্যপাল সরকারের অন্যায়গুলো নিয়ে মুখ খুলছেন। তাইতো রাজ্য সরকার ও রাজ্যপাল এর মধ্যে বিরোধ তৈরি হচ্ছে।’ বাংলায় তৃণমূলকে যে বিজেপি আর এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় কেন্দ্রীয় মন্ত্রীর এদিনের কথাতেই তা স্পষ্ট হয়ে গেছে।

লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশ দাবি করলেও, বিজেপির ঝরে কার্যত কোনঠাসা ঘাসফুল। আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের পরামর্শে আপাতত শাসকদল ‘দিদিকে বলো’ দিয়ে জনভিত্তি বাড়াচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সহজে দমানো যাবে না, তা ক্রমশই স্পষ্ট করে দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। আর এদিন সেই একই কথার প্রতিধ্বনি শোনা গেল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর গলাতেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!