এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির স্বর্ণযুগ আসার আত্মবিশ্বাসে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির স্বর্ণযুগ আসার আত্মবিশ্বাসে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির স্বর্ণযুগ আসার আত্মবিশ্বাসে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বাংলার মুখ্যমন্ত্রী।সম্প্রতি ত্রিপুরা জয়ের পর আত্মবিশ্বাসের সাথে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান তাঁদের পরবর্তী লক্ষ্য কর্ণাটক- কেরালা এবং তারপর বাংলা-ওড়িশা, এরপরই আসবে বিজেপির স্বর্ণযুগ। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘একটা জেলার থেকে কম ভোটার ত্রিপুরায়। ত্রিপুরা এটা ছোট সুন্দর রাজ্য। সেই রাজ্যে বিজেপি জিতেই মনে করছে তাঁরা হাতে চাঁদ পাওয়ার ভাব করছেন। এত উত্‍সাহিত হওয়ার কিছু নেই। আগামী দিনেই জবাব পাবে বিজেপি। কর্নাটক-মধ্যপ্রদেশ-রাজস্থানের ভোট হলেই বিজেপি বুঝতে পারবে কত ধানে কত চাল।’ এদিন তিনি বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন,বিজেপির কর্ণাটক, রাজস্থান ও মধ্যপ্রদেশ জেতার পর বাংলার দিকে নজর দেওয়ার কথা। এদিন তিনি সিপিএম ও কংগ্রেসের কাঁধে বন্দুক রেখেই তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, ”এটা বিজেপির জয় নয়, এটা সিপিএমের পরাজয়। সিপিএমের অহংকারের পরাজয়। সিপিএম কার্যত আত্মসমর্পণ করেছে বিজেপির কাছে। আর কংগ্রেসও শোচনীয় ব্যর্থ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!